
সোনেলা ব্লগে যারা লিখছেন তাদের অনেকেরই প্রবীণ ব্লগারদের সামান্য কথাতেই কিংবা অতি অল্পেই যাদের মন খারাপ হয় বা হচ্ছে তাদের জন্য আমার এই কথাগুলো উৎসাহব্যঞ্জক হতে পারেঃ
এই সোনেলা ব্লগেই আমি যখন নিজের লেখালিখি শুরু করেছি তখন থেকে আজ পর্যন্ত আমাদের সিনিয়র ব্লগারদের এত এত ঝাড়ি খেয়েছি শুধুমাত্র নিজের অজ্ঞতা এবং ভুলত্রুটির কারনে। আমারও মন খারাপ হয়েছে, এখনও হয়। তবুও সোনেলায় লেখা থেকে নিজেকে বিরত রাখিনি। কারন আমি বুঝতে শিখেছি প্রবীণ লেখকগণ মন থেকেই চান যাতে আমি নিজের সাহিত্যচর্চা বজায় রাখি এবং তারা যেটুকু কড়া ভাষায় উপদেশ দেন তা আমার ভালোর জন্যই দেন।
ব্যক্তিগত মান অভিমানকে একপাশে রেখে এখনো সোনেলাকে ভালোবেসে সবাইকে সম্মান করছি বলেই আজ কিছুমানুষ অন্তত এটুকু জানেন যে তৌহিদ নামে একজন ব্লগার আছেন এবং তিনি লেখালিখি করেন। সোনেলা এর জন্যতো আমার কাছ থেকে কোন অর্থ নেয়নি এবং আমারো কোন অর্থ উপার্জিত হয়নি। তবে জীবনের সবচেয়ে বড় সম্মানটি কিন্তু আমি সোনেলা থেকেই পেয়েছি আর তা হলো লেখক হিসেবে নিজের স্বীকৃতি। আমার কাছে অর্থের চেয়ে এটিই জীবনের অন্যতম বিশাল প্রাপ্তি।
ইদানিং লক্ষ্য করছি, ব্লগে অনেক ব্লগার বিশেষ করে নতুন লেখক যারা লিখছেন তারা সোনেলা ব্লগের নীতিমালা মেনে চলছেননা। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নিয়মের মধ্যে না থাকলে আপনি আমি যে কেউই গড্ডালিকায় প্রবাহিত হতে বাধ্য। আর যেহেতু তারা নতুন তাই তাদের ব্লগের নীতিমালা স্মরণ করিয়ে দেয়া ব্লগ কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য। ব্লগ কারো ব্যক্তিগত মান অভিমানের জায়গা নয় এটি সবারই বুঝতে হবে।
যেকোন ব্লগ তাদের নিজস্ব নীতিমালায় চলে। সোনেলাও এর ব্যতিক্রম নয়। বরং অন্যান্য ব্লগের চেয়ে সোনেলার নীতিমালা যা আমাদেরই ব্লগারদের নিজস্ব মতামতের ভিত্তিতে গঠিত হয়ে ব্লগ সাইটটিতে যোগ করা হয়েছে। এই নীতিমালা সবার জন্যই গ্রহণযোগ্য এবং সাবলীল বিধায় সোনেলায় আগত প্রত্যেক ব্লগার এটিকে সম্মান এবং শ্রদ্ধা দেখিয়ে আসছেন।
মনে রাখবেন, সোনেলা আমাদের সবার ব্লগ। আমরাই সমন্বিতভাবে সোনেলাকে এগিয়ে নিয়ে যাবো এটাই প্রত্যেক ব্লগারের নিকট সোনেলা কামনা করে। সোনেলা বিশ্বাস করে আমাদের উঠোনে বিচরণকারী প্রত্যেক ব্লগার তার নিজ ব্যক্তিগুণে গুণান্বিত এবং তাদের নিজস্ব লিখনশৈলী দ্বারা সে নিজেই পাঠকসমাজে সমাদৃত এবং গ্রহণযোগ্য করে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট এবং লেখকগন নিজেরাই এক্ষেত্রে সক্ষম।
সোনেলা আমাদের সবাইকে তার নিজের প্লাটফরম উন্মুক্ত করে দিয়েছে যাতে আমরা আমাদের সাহিত্যানুশীলন চালু রাখতে পারি। এখানে কেউ লিখলে সোনেলার যেমন অর্থ উপার্জন হয়না, তেমনি যিনি লিখছেন তিনিও নিশ্চই অর্থ প্রাপ্তির আশায় লিখছেননা। লিখছেন নিজের সাহিত্যকে পাঠকের কাছে সমাদৃত করার উদ্দেশ্যে। নিজেদের লেখকীয় সত্ত্বাকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে কেউ যদি সোনেলা ব্লগকে বিবেচ্য মনে করেন তাহলে সোনেলা তাদের জন্য উপযুক্ত প্লাটফরম নয়। সেটি অবশ্যই আপনাদের বুঝতে হবে।
একজন নবীন লেখক হিসেবে অন্য যেকোন প্রবীণ ব্লগারকে সম্মান করা আমাদের সকলেরই অবশ্য কর্তব্য। কারন তারাও একদিন আমাদের অবস্থানে ছিলেন। কাঠখড় পুড়িয়ে সাধনা করে আজকের এই অবস্থানে এসে যদি কোন সিনিয়র ব্লগার আমাদের কোন উপদেশ দেন তাহলে সেটিকে সহজভাবে মেনে নেবার ক্ষমতা নিজের মধ্যে জাগ্রত করা উচিত। দু’কলম লিখেই জাহির করছেন নিজেকে!! দু’বছর পরেতো আপনাদের পা’ই মাটিতে পড়বেনা।
লেখক হিসেবে নিজেকে প্রকাশ করার আগে একজন বিনয়ী মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের সবারই নিজ দায়িত্ব। বিনয় এমনি এমনিই আসেনা। তাকে অন্তরে লালন করতে হয়, ধারণ করতে হয়। সোনেলা তার ব্লগারদের নিজেদের আত্মসংযমী হয়ে সকল আত্মঅহংকার ত্যাগ করার দীক্ষা দেয় সবসময়। আপনারা অনেকেই ব্লগে নতুন, তবে যারা অনেকদিন থেকেই সোনেলায় আছেন তারা বিষয়টি অনুধাবন করতে পারেন মনেপ্রাণে। কারন আমরা প্রত্যেকেই সোনেলার নীতিমালার প্রতি যথেষ্ঠ শ্রদ্ধাশীল।
এই লেখায় ক্লিক করে নীতিমালা আরো একবার পড়ুন।
তাই সোনেলার নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হোন। আমরা নিজেরাই যদি নিজেদের সম্মান করতে না পারি তাহলে পাঠক কি আপনাকে আমাকে সাহিত্যপ্রেমী লেখক হিসেবে তাদের হৃদয়ে স্থান দেবেন? বিষয়টি কিচ্ছুক্ষণের জন্য হলেও আমাদের সবার ভাবা উচিত।
৪৫টি মন্তব্য
নিতাই বাবু
যথার্থ বলেছেন দাদা। নীতিমালা ছাড়া কোনও কিছুই সুশৃঙ্খল থাকে না, এটা সবার জানা দরকার। তাই ব্লগের নীতিমালা পড়ে দেখার জন্য যেই লিংকটি পোস্টে যোগ করেছেন, তা নবীন প্রবীণ সবারই পড়ে দেখা দরকার বলে আমি মনে করি।
সোনেলা ব্লগের জয় হোক! সবার জন্য শুভকামনা থাকলো। সাথে বিদ্যাদেবী সরস্বতী পূজার শুভেচ্ছা।
তৌহিদ
জ্বী দাদা সুন্দর বলেছেন এবং সঠিক বলেছেন। নীতিমালা ছাড়া যে কোন কিছুই সুশৃংখল থাকে না। এজন্যই লিংকটি সংযোজন করে দিলাম যাতে সবাই আরেকবার পড়তে পারেন। আপনাকেও সরস্বতী পূজার শুভেচ্ছা।
ভালো থাকবেন দাদা।
মনির হোসেন মমি
নিয়মের বাহিরে যে কোন বিষয়ই ক্ষণস্থায়ী।তাছাড়া আমরা বাঙ্গালী আমরা মাগনা পেলে আলকাতরা যেমন লুঙ্গিতে লই তেমনি একদম ফ্রি পেলে পয়জনে ভরতে সময় লাগে না। সুতরাং নিয়ম মানতেই হবে অন্তত শৃংখলার স্বার্থে। চমৎকার পোষ্ট।
তৌহিদ
ভাই অবাক লাগে- অনেকেই তর্কে জড়িয়ে যায় কথা বললে। যা মোটেই কাম্য নয়। মন্তব্য ভালোলাগা ভাই। ভালো থাকবেন।
অন্বেষা চৌধুরী
যথার্থ বলেছেন ভাইয়া। একজন লেখককে হতে ধৈর্য্যশীল। আমরা মানুষ তাই ভুলভ্রান্তির ঊর্ধ্বে নই। কেউ যদি ভুলটা ধরিয়ে দেয় না সুন্দর ভাবে শান্ত মনে ঐ ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের ভুলটুকু শুধরে নেওয়া উচিত। আর কাউকে সন্মান দিলেই তবে নিজে সন্মানিত হওয়া যায়। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য
তৌহিদ
বাহ! সুন্দর বললেন। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। ভুল ভ্রান্তি হতেই পারে তবে তা সংশোধনের মাধ্যমে এগিয়ে চলা উচিত। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
রেহানা বীথি
নিয়ম-নীতি মেনে চলতে হয় জীবনের সব ক্ষেত্রেই। হোক সে লেখালেখি কিংবা অন্যকিছু। নিয়মের বাইরে গেলে এলোমেলো হবেই। ব্লগও তার ব্যতিক্রম নয়। ভুল-ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউই নই। কেউ শুধরে দিলে বিনয়ের সাথে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে সবার। নিজের উন্নতির জন্য সেই বোধটুকু আমাদের সবার থাকা উচিত বলে মনে করি।
চমৎকার পোস্ট ভাই।
তৌহিদ
আপনার মন্তব্যের সাথে সহমত পোষণ করছি আপু। ভালো থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান নীতিমালাটা স্বরণ করে দেবার জন্য
ব্যক্তিগত মান অভিমানের জায়গা এখানে থাকার কথা নয়। আমরা যারা বানান ভুল বা নীতিমালা লংঘন করলে
নবীন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা আর কি !
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
তৌহিদ
বানান ভুল হতেই পারে। মানুষ মাত্রই ভুল করে এবং আবার সংশোধনের মাধ্যমে আমরা এগিয়ে যাই। কেউ যদি কাউকে ভুল ধরিয়ে দেয় তবে মান-অভিমান থাকার কথা নয়। সমস্যা হচ্ছে ভুলটা ধরিয়ে দিতে হবে সুন্দর নরম স্বরে যা অনেকই করিনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
সুপর্ণা ফাল্গুনী
নিয়মানুযায়ী চলাটা আমাদের সবার জন্য প্রযোজ্য। কেউ মানবে ,কেউ মানবে না । তাই বলে নিয়ম বাদ দেয়া যাবে না। নিয়ম নিয়মের মতোই চলবে । বুঝাতে গেলে কেউ যদি ভুল বুঝে তাকে তার উপর ছেড়ে দেয়াই ভালো কারন এখানে কেউ বাচ্চা না। ধন্যবাদ তৌহিদ ভাই । আপনার জন্য শুভকামনা রইল
তৌহিদ
অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে বিষয়টি বুঝিয়ে বললেন। সবার বোধোদয় হোক এটাই কাম্য। ভালো থাকবেন সবসময়।
সরস্বতী পূজার শুভেচ্ছা রইল।
সুরাইয়া পারভীন
আমি আপনার সাথে শত ভাগ সহমত পোষণ করছি আপু।
একজন লেখককে অবশ্যই বিনয়ী হতে হয়। যে কো প্রেক্ষিতে নিয়ম মেনে চলা আবশ্যক।
তৌহিদ
ধন্যবাদ আপু সুন্দর বলেছেন।
সুরাইয়া পারভীন
নিয়ম-নীতি মেনে চলতে হয় জীবনের সব ক্ষেত্রেই। হোক সে লেখালেখি কিংবা অন্যকিছু। নিয়মের বাইরে গেলে এলোমেলো হবেই। ব্লগও তার ব্যতিক্রম নয়। ভুল-ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউই নই। কেউ শুধরে দিলে বিনয়ের সাথে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে সবার। নিজের উন্নতির জন্য সেই বোধটুকু আমাদের সবার থাকা উচিত বলে মনে করি।
দারুণ লিখেছেন আপু 💓
কামাল উদ্দিন
আপু 💓 !!
তৌহিদ
ওই হলো আর কি,! আপু ভাইয়া ভাইয়া আপু একই জিনিস কি বলেন ?😚
তৌহিদ
ধন্যবাদ আপু সুন্দর বললেন। মানুষের ভুলত্রুটি হতেই পারে, সেগুলো সংশোধন করেই এগিয়ে যেতে হবে। আর কেউ যদি কারো ভুল ধরিয়ে দেয় এটা তো তার নিজের জন্যই ভালো তাই না ?
আপনার মত করে যদি সবাই বুঝতো! ভালো থাকবেন আপু।
সঞ্জয় মালাকার
যথার্থ বলেছেন দাদা। নীতিমালা ছাড়া কোনও কিছুই সুশৃঙ্খল থাকে না, এটা সবার জানা দরকার।
আর আমাদের কারোর
ব্যক্তিগত মান অভিমানের জায়গা এখানে থাকার কথা নয়।
আমি সোনেলায় শিক্ষা আলো দেখেছি, শিখেছি শিখছিও।
শুভ কামনা শ্রদ্ধে দাদা,
তৌহিদ
আপনি সোনেলায় সবার মনে জায়গা করে নিয়েছেন দাদা। ভালো থাকবেন সব সময়।
সরস্বতী পূজার শুভেচ্ছা রইলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আপনাকেও সরস্বতী পূজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
কামাল উদ্দিন
শেখার কোন শেষ নাই, যে কেউ যে কোন উপদেশ বা পরামর্শ দিলে সেটা অবশ্যই আমাদের ভেবে দেখতে হবে। ভালোটা গ্রহণ আর খারাপটা বর্জন করতে হবে। সিনিয়ারদের প্রতি শ্রদ্ধার কথাটা তো আলাদা করে না বললেও চলে। আর ব্লগের নীতিমালা না মেনে ব্লগিং করার চিন্তা করাটাও ভুল, শুভ ব্লগিং।
তৌহিদ
ধন্যবাদ ভাই সুন্দর বললেন। এরকম করে যদি সবাই ভাবতাম! আসলে আমরা কেউই আপনি আমি একে অন্যকে কারো মনে আঘাত দিতে চাই না। সবারই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটাই তো হওয়া উচিত।
আপনি যদি আমার ভালো চান তাহলে অবশ্যই আমার ভুল ত্রুটি দেখিয়ে দেবেন তবেই না আমি সংশোধিত হতে পারব তাই না? ভালো থাকবেন ভাই।
নাজমুল হুদা
সমালোচনার মুখোমুখি সংঘর্ষে
বুক পেতে দেই বলে- আমি শ্রবণযোদ্ধা।
(আত্মবাণী || নাজমুল হুদা)
লেখক হলে সবোর্চ্চ সহনশীলতা অর্জন করে চলতে হবে এবং লেখককেও নানান প্রতিকূলতায় নিজের উপদেষ্টা নিজে আগে হতে হবে তাহলেই অন্যের সমালোচনা শিক্ষণীয় হবে।
আপনার সেদিনের ফোনের কথাগুলো আমাকে আজো অনুপ্রেরণা দেয়। সব সময় এভাবেই পাশে থাকবেন বড় ভাইয়ের মতো। 💞
তৌহিদ
সুন্দর বললেন ভাই। লেখক হলে সর্বোচ্চ সহনশীলতা অর্জন করতে হবে এবং এটাই হওয়া উচিত। আপনার বোধশক্তি চমৎকার!
আপনিও আমাদের জন্য অনুপ্রেরণার ব্যক্তি নাজমুল ভাই। ভালো থাকবেন সবসময়।
এস.জেড বাবু
“ভুল ধরিয়ে দেয়া” সিনিয়রদের এই জিনিষটা অনেকেই সুন্দর দৃষ্টিতে দেখেন না। অথচ এটাই ভবিষ্যত ব্লগিংয়ের পাথেয়।
যেহেতু প্রতিটি মানুষের চিন্তাশক্তি আলাদা, তাই কোন বিষয় নিয়ে ভিন্নমতের ভিন্ন মতামত সামনে আসতে পারে, এটাকে সহজভাবে মেনে নিয়ে উপযুক্ত জবাব দিলেই বিতর্ক/ বিরোধ আসবে না-
নিয়মতান্ত্রিক হওয়া নিজের গুণ- লিখক হিসেবে প্রতিটি মানুষের মধ্যে এই গুণ থাকা আবশ্যকীয়-
আমিও চেষ্টা করছি নিয়ম মেনে চলতে।
শুভ ব্লগিং
তৌহিদ
আপনার প্রতিটি কথার সাথে সহমত পোষণ করছি ভাই। সুন্দর বললেন- নিয়মতান্ত্রিক হওয়া সকল মানুষের জন্যই জরুরী। আমি নিজেও চেষ্টা করছি।
মতবিরোধ হতেই পারে তবে এটাকে সহজভাবে মেনে চলাই উত্তম। ভালো থাকবেন বাবু ভাই।
ছাইরাছ হেলাল
ঝাড়ি নং ১……
বানান ঠিক করেন।
আমি কিন্তু নবীন ব্লগার!
আর একটু পড়তে হপে!
তৌহিদ
ধন্যবাদ ভাইজান। আপনার উপদেশ এবং ঝাড়ি শিরোধার্য। বানান ঠিক করার চেষ্টা করব। কখনো চোখে পড়লে ধরিয়ে দিবেন, অবশ্যই শুধরে নিব।
আপনি নবীন! তাহলে তো আমি বাচ্চা 😁😁
ছাইরাছ হেলাল
আমি একটু সাহিত্য খাইতে চাই!
উপায় কইয়া দ্যান!
ছবি খান তো মাশাল্লা, তা কে তুলছে তা কিন্তু বলে দেন নি।
তবে পুরানা বলে মনে হচ্ছে।
তৌহিদ
মহারাজ সাহিত্য খাওয়া খুব কঠিন কাজ! প্রথমে মগজে কিছু শব্দ খেলাতে হবে। তারপর কাগজ কলম নিয়ে বসে শব্দগুলোকে নিজের মনের মাধুরী মিশিয়ে ঝালাতে হবে। মাঝেমধ্যে লবণ টেস্ট করে দেখবেন। শব্দ বেশি কঠিন হলে হাই প্রেসার এর সম্ভাবনা আছে কিন্তু। এরপর গপাগপ খেয়ে ফেলবেন। ব্যাস হয়ে গেল! কি সহজ না? 😁
ছবিতে ২০১৬ সালে তোলা। পাড়ার এক ছোট ভাই তুলে দিয়েছিল। তখন চুল পাকা ছিল এখন কালো বুঝলেন?
সাবিনা ইয়াসমিন
প্রথমেই ফিচার ছবির প্রশংসা করে নেই। 🙂
এটা আপনার বেস্ট প্রোফাইল, এককথায় দারুন 🙂 🙂
ব্লগিং নিয়ে যা কিছু বলেছেন তাতে সহমত। শুধু আমাদের ব্লগেই নয়, সব ব্লগেই নীতিমালার প্রতি ব্লগারদের শ্রদ্ধা রাখা আবশ্যক। নীতিহীন অশোভনীয় আচরণ সব ব্লগেই পরিত্যাজ্য। ব্লগার নবীণ হোক অথবা প্রবীণ, ভুল-ভ্রান্তি থাকাটা অস্বাভাবিক নয়। তবে কেউ যদি ভুল ধরিয়ে দেয় তাতে কৃতজ্ঞতা প্রকাশ করার স্থলে বিরুপ মনোভাবপোষণ করা অনুচিত।
ভালো পোস্ট দিয়েছেন তৌহিদ ভাই।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
এই ছবিটি আমার খুব পছন্দের, অনেক দিন আগের তোলা।
আসলে ভুল ভ্রান্তি নিয়েই মানুষ। আমাদের সবারই ভূল হয়। কেউ শুধরে দিলে সেটাতো নিজের জন্যই ভালো। তবে যাকে বলা হচ্ছে তাকে কখনোই কঠিন ভাষায় বলা উচিত নয়- অন্তত ব্লগে। আর যারা মানে না তাদের কড়া ভাষায় বলতে হবে। নীতিমালা সবার জন্যই সমান।
ভালো থাকবেন আপু।
ত্রিস্তান
ধান ক্ষেতের আইলে বসে যদি এতো ভালো লেখক হওন যায় তাহলে আমি সারাজীবন ধান ক্ষেতের আইলেই বইয়া থাকুম। তয় ভাবীর সাথে অভিমান কইরা যদি বসে থাকেন তাইলে সব্বোনাশ….😄😄
তৌহিদ
মাঝেমধ্যে প্রকৃতির কাছে যাবার চেষ্টা করি। কোন অভিমান থেকে নয়, নিজের মনের খোরাকের জন্য। আপনিও চেষ্টা করতে পারেন ভাই 😊
ত্রিস্তান
একজন ভালো লেখক পাঠক হওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আগে একজন ভালো মানুষ হও। মানুষের সমস্ত জীবন পরিক্রমা কে যদি আমরা একটা মানব দেহের সাথে তুলনা করি, তবে শৃঙ্খলা তার হার্ট। এই হার্ট যার যতোটা এক্টিভ তার শরীরটা ততো বেশি ঝরঝরে সুস্থ সবল থাকবে। কাজেই উদ্ধত অশোভন আচরণ, চেইন অফ কমান্ড এগুলো মেনে চলতে হবে।
তৌহিদ
অবশ্যই ভাই। সুন্দর উপমায় উপমায় বিষয়টি বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। সবার বোধোদয় হোক এটাই কাম্য। ভালো থাকবেন সবসময়।
ফয়জুল মহী
সময়োপযোগী পোস্ট। অনেক ভালো লাগলো
তৌহিদ
ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
সোনেলা ব্লগ নতুনদের প্রতি সব সময়ই যত্নশীল। দেশের অনেক ব্লগই আছে যেখানে ব্লগারদের লেখা পর্যবেক্ষনে রাখা হয়। মাসের পর মাস সাধারন ব্লগার হয়ে থাকে, অনুমোদিত ব্লগার হতে কয়েকমাস লাগে। সেখানে সোনেলায় একজন নতুন ব্লগারও নিজে পোস্ট দিতে পারেন।
যারা এই সামান্য নীতিমালা মেনে চলতে পারেনা, তারা বাক্তি জীবনে প্রচলিত আইন মেনে চলেন না এটি বুঝাই যায়।
সোনেলার নীতিমালা অত্যন্ত সহজ, এটি যিনি মেনে চলবেনা, তার এখানে কোন স্থান নেই।
সোনেলা ব্লগ লেখার একটি স্থান করে দিয়েছে, সোনেলা ব্লগ নিজে লেখক নয়, লেখক তৈরি করার একটি প্লাটফরম।
অত্যন্ত ভাল পোস্ট দিয়েছেন তৌহিদ ভাই।
শুভ ব্লগিং।
তৌহিদ
আপনার সাথে সহমত পোষণ করছি ভাই। আপনি আমাদের সবাইকে যেভাবে অনুপ্রেরণা দেন তাতে লিখতে উৎসাহিত হই।
নীতিমালা মেনে চলা অবশ্য কর্তব্য। সবারই এটি মানতেই হবে।
ভালো থাকবেন ভাই।
আরজু মুক্তা
ভালো লাগলো। সেই সাথে অনেক জানলাম ও শিখলাম।
শুভকামনা ভাই।
তৌহিদ
ধন্যবাদ আপু, ভালো থাকবেন সবসময়।
রুমন আশরাফ
খুব সুন্দর পোস্ট। অনেক কিছু জানা ও শেখা হল। শুভ কামনা ভাই। শুভ ব্লগিং।
তৌহিদ
আপনার জন্যেও অনেক শুভকামনা ভাই।