
মানুষ মাত্রই ভুল করে। কারন মানুষ ফেরেশতা নয়। কেউ করে অকপটে স্বীকার। কেউ করে ইনিয়ে বিনিয়ে। আবার কেউ ভুল করে স্বীকার না করে জাস্টিফাই করতে গেলেই বাজে বিপত্তি। ছোট ঘটনা বিরাট আকার ধারন করে। তাই মাঝে মাঝে খবরের কাগজে শিরোনাম হয়। ১০ টাকার জন্য মানুষ খুন। কিংবা বান্ধবীকে লাভ ইঁয়ু বলাতে লংকা কান্ড।
অনেক সময় ভুল টা হয়ে যায় আপেক্ষিক। মানুষ স্থান কাল পাত্র ভেদে ভুলের সংজ্ঞা কিংবা ভুলের মাত্রা একেক সময় একেক রকম হয়ে যায়। যাকে পছন্দ হয় তাঁর বড় ভুলটা মার্জনীয়। আবার যাকে দেখতে নারী তার ছোট ভুলটাও হয় অমার্জনীয় অপরাধ। আর নিয়মের ভুলতো আছেই। যা অমার্জনীয় অপরাধ আবার সেখানেও বিচারের মাত্রাটা একেক জনের জন্য একেক রকম। তাই কেউ ভুল করে স্বীকার করে মাফ চাইলে মাফ পাওয়া যায়।
সেখানে ও দাতা এবং গ্রহীতার উপর নির্ভর করে।
আসুন দুই একটা ভুলের মাত্রা স্বীকার করা বা না করা আর বিচার ও তার ফলাফল জানার চেষ্টা করি।
1. প্রাইমারী স্কুলে পড়ার সময় তরুণ শ্রেনী শিক্ষক আসার সাথে সাথে দাঁড়িয়ে কেউ সালাম, কেউ আদাব কেউ আসসালামু আলাইকুম , কেউ নমস্কার। কেউ গুড মর্নিং বলাতে। স্যার হাসি মুখে জবাব দিতে গিয়ে পড়লেন বিপদে। সবগুলা বলতে গিয়ে কোনটা আগে কোনটা পরে বলবে। তখন সবাইকে বললেন সবাই এক বাক্যে এক সংগে বল সুন্দর করে। আমিও জবাব দিতে পারব সুন্দর করে। তোমরা গুড মর্নিং বা শুভ সকাল বল। তখন সবাই গুড মর্নিংটাই পছন্দ করলেন এবং সবাই এভাবেই অভ্যস্ত হলো।
2. হঠাৎ রাজনৈতিক পটপরিবর্তন জাতির জনক খুন। ক্লাসের শ্রেনী শিক্ষক পরিবর্তন হল। প্রথম দিনে এসেই ভুল ধরা শুরু। তোমরা বিদেশী ভাষায় গুড মর্নিং বল সেটা বলা যাবে না। এখন থেকে সবাই আসসালামু ওয়ালাকুম বলতে হবে। কেউ একজন বিদেশী শব্দ চেয়ার টেবিলের কথা বলাতে তাকে পুড়া ক্লাস সময় কান ধরিয়ে দাড় করিয়ে রাখা হল।
3. ১৯৯৪/৯৫ সালে হঠাৎ করে শখ হলো গাড়ি কেনার। অফিসের ড্রাইভার তার লাভে কিনে দিল পুরানো টয়োটা করোনা। আমি ড্রাইভার হিসেবে তরুন কন্ট্রোল করা বড় কঠিন। চট্টগ্রামের পুলিশ লাইনের পাশে গাড়ী পার্ক করবো হঠাৎ একজন যুবক পা খুঁড়িয়ে হাঁটছিল আমার অজান্তেই ওনার পায়ে লাগলো। ওনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। নেমেই বুকে জড়িয়ে ধরেই বললাম মাফ করে দেন। অগ্নিশর্মা লোক হেসে হেসেই মাফ করে দিয়ে বলেন। ভাঙ্গা পাটাই গর্তে পরে।
4. অফিসের কাজে ইউকে গেলাম। বড় অফিসে সবাই ব্যস্ত থাকে। লম্বা লম্বা মেয়ে হাই হিল পরে কট কট করে হাঠে কারও দিকে তাকানোর ফুরসত নেই। সবাই শিডিউল মিটিং এ ব্যস্ত থাকে। আর লাঞ্চ আওয়ারে সবাই ক্যাফেটেরিয়ায় গল্প গুজবে মাতোয়ারা থাকে। লান্স করার সময় বায়িং ম্যানেজারের সাথে আমার হঠাৎ দেখা। তিনি দেখেই মহাখুশী কুশলাদি বিনিময়ের পর I will catch up বলেই বিদায় নিলেন। আর আমি কাজ শেষে ওনার জন্য অপেক্ষা করে বসেই আছি। ওনার দেখা নাই। কয়েকজন এসে তাগাদা দিলেন Go Home বাই বলে।আমি ওনার জন্য বসেই আছি। পরে পরিচিত কলিগ এসে বলেন তোমার সাথে মিটিং না থাকলে তুমি যেতে পার। ওনি অনেক আগেই চলে গেছেন। I will catch up বলে ভদ্রতার সাথে কেটে পড়া সেটা বুঝতে না পারা, নাকি আমার ভুল ছিল অপেক্ষায় থাকাটা ?
সম্প্রতি ঘটে যাওয়া দুইটি ঘটনা তুলে ধরেই ইতি টানছি।
5. টেনিসের সেরা খেলোয়ার নোভাক জকোভিজ US Open 2020 ৪র্থ রাউন্ডে এসে এক ভুল করে বসলেন। রাগ কন্ট্রোল করতে না পেরে বল পিছনের দিকে মারলেন আঘাত হানলো লাইন জার্জের গায়ে। সরাসরি অনুতপ্ত হয়ে ক্ষমা ও চাইলেন লাইন জার্জ থেকে। এতটুকু পর্যন্ত ঠিক ছিল। যখন ম্যানেজমেন্টের লোক এসে ব্যাখ্যা চাইলেন নোভাক অনিচ্ছাকৃত ভুল স্বীকার না করে বুঝাতে চাইলেন। ফলাফল খেলা থেকেই বহিস্কার।
6. US open 2018. টেনিস সম্রাজ্ঞি সেরেনার প্রতিপক্ষ খর্বাকৃতি জাপানী বংশোদ্ভুত নবাগত নাওমি ওসাকা। পুরো স্টেডিয়াম সেরেনার জন্য জয়মঞ্চ উদযাপনের জন্য সজ্জিত ছিল। ওসাকা ১ম ম্যাচেই 6-2 সেটে এগিয়ে গেলেন। সারা স্টেডিয়াম সেরেনার স্বপক্ষে গর্জে উঠল। সেরেনা উপান্তর হয়ে কোচের সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছে যা ছিল নিয়ম বিরুদ্ধ। ওসাকার প্রতিকূল পরিবেশে অসহায় আত্নসমর্পন ছাড়া উপায় ছিল না। জার্জ সেরেনাকে দুই তিনবার সতর্ক করার পর ও কর্ণপাত করে না। জার্জ উপায়ন্তর হয়ে এক সেটের পয়েন্ট কাটার পরে সেরেনা গালাগালি করে জার্জকে চোর ও নারী বিদ্বেসী বলতে দ্বিধা করেনি। এরপর ও সেরেনাকে খেলা থেকে বহিস্কার করা হয় নি। অবশেষে ওসাকা 6-2 , 6-4 সেটে এক ঘন্টা ১৯ মিনিটে চ্যাম্পিয়ন হয়ে কান্না জড়িত কন্ঠে দর্শকের কাছে ক্ষমা চান তাঁদের মনে কষ্ট দেয়ার জন্য। কারণ দর্শক এসেছিল সেরেনা জয়টা উদযাপন করার জন্য।
তাই সবশেষে বলি ভুল কি শুধুই ভুল ?
নাকি ভুলের ও রঙ আছে স্থান কাল পাত্র ভেদে ?
৩৩টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
ভুল করা আমাদের স্বাভাব তাই ভুল করে যায় অনেক শুভ কামনা রইল সুপায়ন দা
সুপায়ন বড়ুয়া
ভুল করাটা মানুষের স্বভাব কিন্তু স্বীকার না করে
জাষ্টিফাই করতে গেলে বিপদ।
ভাল থাকবেন। শুভ কামনা।
ফয়জুল মহী
সুশোভিত ও সৌন্দর্যময় কথামালা ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ মহী ভাই সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
সামশুল মাওলা হৃদয়
বাস্তব কথাগুলো
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
নির্মম সত্যি তুলে ধরেছেন দাদা। আজকাল কি যে ভুল আর কি শুদ্ধ গুলিয়ে যায়। স্থান কাল পাত্র ভেদে ভুল, ক্ষমা,অপরাধ শাস্তি বিবেচ্য হয়। ন্যায় নীতির চর্চা শুধু পাঠ্য পুস্তকে।সেখানেও যে একপেশে ইতিহাস নেই তা কে হলফ করে বলতে পারে।
আমরা নিরব দর্শক। সুযোগ পেলে ছাড়িনা।
তবুও আজও ভালো মানুষ আছে এই বিশ্বাস নিয়ে বেঁচে আছি।
ভালো থাকুন দাদা।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন আপু। পৃথিবীতে ভাল মানুষেরা আছে বলেই পৃথিবীটা টিকে আছে।
ভুল তো ভুলই বিচারের রঙ বদলে যায়
স্থান কাল পাত্র ভেদে। আর ইতিহাস চলে আপন মহিমায়। ফরমায়েসি লেখকরাই বিকৃতি ঘটায়।
ভাল থাকবেন। শুভ কামনা।
সাদিয়া শারমীন
খুব ভাল বলেছেন দাদা । মানুষ মাত্রই ভুল করে আর সেই ভুলের খেসারত দিতে হয় কখনো কখনো। তবে ভুল করে সেটা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন আপু।
ভুল করে স্বীকার করার মানষিকতা না থাকলে বিপত্তি।
এক মিথ্যা ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যার আশ্রয় নিতে হয়।
ভাল থাকবেন। শুভ কামনা।
ইঞ্জা
ভুল নাকি মানুষেই করে কিন্তু সেই ভুল স্বীকার না করে ঔদ্ধত্ব দেখালেই হবে আসল ভেজাল, সবচাইতে ভালো উদাহরণ দিলেন আপনার ক্ষমা চাওয়ার ব্যাপারটি, ক্ষমা চাওয়াটা যদি আক্ষ আক্ষরিক অর্থে হয় তখন তখন সকলেই মাফ করতে বাধ্য।
চমৎকার পোস্ট দিলেন দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
ভুলতো ভুলই। মানুষেই করে ভুল।
স্বীকার করে নিলেই লেটা চুকে যায়।
সেখানেই মানুষের মাহাত্ব।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
ইঞ্জা
সম্পূর্ণ সঠিক বলেছেন দাদা, ধন্যবাদ।
শামীম চৌধুরী
কবি দা
মানুষ মাত্রই ভুল করে কথাটা সত্য। তবে এই ভুল থেকে শিক্ষা যে নিতে পেরেছে সে প্রকৃত মানুষ হয়েই বেঁচে আছে।
খুব ভাল লাগলো ইনফরমেশনগুলি।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
সহমত পোষন করছি। ভুল স্বীকার করে,
ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়।
ভাল থাকবেন। শুভ কামনা।
শামীম চৌধুরী
আপনিও ভাল থাকুন।
আরজু মুক্তা
একেক জায়গার একেক রীতি। ভুল মনে হলে ক্ষমা চাওয়া বেটার। আর ওখান থেকে শিক্ষা নেয়াটা মানবিক।
ভালো লিখলেন।
শুভকামনা
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন আপু।
ভুলের আছে অনেক রঙ
স্থান কাল পাত্র ভেদে।
ক্ষমা চাওয়ায় ভুলের রীতি
রঙ ছড়ালেই বিপত্তি।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
উদাহরণ গুলো সুন্দর,
কিছু ভুল ভুল করেই হয়, সুন্দর ক্ষমাও হয়।
আর কিছু ভুল স্থান কাল পাত্র নির্ভর, অন্যের ইচ্ছেয় নির্ধারিত হবে ভুল না শুদ্ধ।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন মহারাজ
কবিতা ছেড়ে গল্প লিখেন
আপনার মতো নিলাম সাজ।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
অনেক সময় ভুল টা হয়ে যায় আপেক্ষিক। মানুষ স্থান কাল পাত্র ভেদে ভুলের সংজ্ঞা কিংবা ভুলের মাত্রা একেক সময় একেক রকম হয়ে যায়। যাকে পছন্দ হয় তাঁর বড় ভুলটা মার্জনীয়। আবার যাকে দেখতে নারী তার ছোট ভুলটাও হয় অমার্জনীয় অপরাধ।
—————– সুন্দর কথা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ প্রিয় কবি ভাই।
ভাল থাকবেন , শুভ কামনায়
মোঃ মজিবর রহমান
ভুল হওয়া স্বাভাবিক ঘটনা। কিন্তু ইনিয়ে বিনিয়ে তালগোল কিরা অপরাধ।
ভুল সুন্দর বাক্য ব্যায়ে স্বীকার কিরা লজ্জা বা হারার কিছুই নাই। আমার মত। দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
ভুল করে ইনিয়ে বিনিয়ে তাল গোল পাকিয়ে
যারা জাষ্টিপাই করতে চায় তারাই পরে বিপদে।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
আপনিও ভাল থাকুন দাদা।
তৌহিদ
কিছু ভুল আমাদের অনুতপ্ত করে আর কিছু আমরা ইচ্ছেকৃত করি। তবে স্থান কাল পাত্র ভেদে রকমফের হতে পারে। আপনার লেখার উপমাগুলি কিন্তু শিক্ষণীয়।
আমার কাছে ভুল মানুষই করে আর ক্ষমা চাইলে তা করাও উচিত। তবে কিছু ভুলের ক্ষমা নেই। বঙ্গবন্ধু স্বপরিবারে হত্যা সেরকমই একটি ভুল। ক্ষমাও স্থান কাল পাত্র ভেদে হওয়া উচিত।
চমৎকার লেখা পড়লাম দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
ক্ষমার অযোগ্য ভুল অপরাধের পর্যায়ে পড়ে।
যা শাস্তিযোগ্য অপরাধ তা থেকে নিস্তার নেই।
যা ক্ষমার যোগ্য ইনিয়ে বিনিয়ে জাষ্টিফাই করতে চাইলেই
বিপদ।
ভাল লাগলো আপনি বিস্তারিত পড়েছেন।
ধন্যবাদ শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
ক্ষমার অযোগ্য ভুল অপরাধের পর্যায়ে পড়ে।
যা শাস্তিযোগ্য অপরাধ তা থেকে নিস্তার নেই।
যা ক্ষমার যোগ্য ইনিয়ে বিনিয়ে জাষ্টিফাই করতে চাইলেই
বিপদ।
ভাল লাগলো আপনি বিস্তারিত পড়েছেন।
ধন্যবাদ শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
মানুষ মাত্রই ভুল করে বা ভুল হয়ে যায়। যখন কেউ ভুল করে তখন সে না বুঝেই করে বেশীরভাগ ক্ষেত্রে এমনটি হয়। কিন্তু তার জন্য ক্ষমা চাওয়া বা দুঃখিত বলাটা তারই মহানুভবতা প্রকাশ করে। তবে ইচ্ছাকৃত ভুলের ক্ষমা করা উচিত নয় যদি সেটা বড় কোন অন্যায় বা কারোর ক্ষতি হয় অবশ্যই সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। ভালো থাকবেন দাদা। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
সহমত দিদি।
অনিচ্ছাকৃত ভুলের জন্য মানুষ ক্ষমা চায় সৌজন্যতার খাতিরে। তারা ক্ষমা ও পায়।
ইচ্ছে করে যারা ভুল করে তারা জেনে শুনেই করে।
আবার ইনিয়ে বিনিয়ে জাষ্টিপাই করার চেষ্টা করে
যা অপরাধের পর্যায়ে পরে।
ক্ষমার অযোগ্য অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য।
ভালো থাকবেন। শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
সহমত দিদি।
অনিচ্ছাকৃত ভুলের জন্য মানুষ ক্ষমা চায় সৌজন্যতার খাতিরে। তারা ক্ষমা ও পায়।
ইচ্ছে করে যারা ভুল করে তারা জেনে শুনেই করে।
আবার ইনিয়ে বিনিয়ে জাষ্টিপাই করার চেষ্টা করে
যা অপরাধের পর্যায়ে পরে।
ক্ষমার অযোগ্য অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য।
ভালো থাকবেন। শুভ কামনা।
রেজওয়ানা কবির
ভুল করে স্বীকার করে নেয়াই প্রকৃত মানুষের ধর্ম।
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
ভাল থাকবেন। শুভ কামনা।