
আশা-
যখন জলাশয় হারিয়ে যায় খালের বুকে, খাল হারিয়ে যায় নদীর বুকে, নদী হারায় সাগরে তখনি তো জলাশয়ের কষ্ট আর কষ্ট থাকেনা। যেমনি ছোট ছোট দুঃখ হারায় বৃহৎ দুঃখের মাঝে তেমনি ঠুনকো সুখ হারায় বড় কোন সুখ পেলে। যেদিন সেই সুখ পাবো সেদিন সব ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়া না পাওয়া ভুলে যাবো। জীবন সেদিন পাবে নতুন গতিধারা।
জীবন-
সিন্গ্ধ সকালে ভোরের আলো এসে বলে যায় ভালোবাসি তোমায়, দুপুরের খরতাপে যখন একাকী নিঃস্ব আমি ভাবি তোমাকে নিয়ে-তখন বিকালের মিষ্টি রোদ আবেশ ছড়ায় মনের কোণে। সন্ধ্যার মেঘমালা আমায় ভাসিয়ে নিয়ে যায় দূর-অজানায়, রাতের আঁধারে ক্ষত-বিক্ষত হৃদয় আলিঙ্গন করে শবখানি মোর। হায়রে জীবন……………………
ভালোবাসা-
সবুজে সবুজে ভরা দুটি মন, তুমি আমি মগ্ন গভীর আলাপন। নিরব-নিভৃতে পাশাপাশি মোরা দুজন, বয়ে যায় যে সীমাহীন লগন। তোমারি পরশে হৃদয়ে লাগে যে কাঁপন, দেহ-তরীতে দোলা দেয় যে শিহরণ। একি ভালোবাসা নাকি অন্যরকম কামনার আস্বাদন?
স্বপ্ন-
বৃষ্টির মেঘমালা আজি শরতের আকাশে,
স্বপ্ন তুমি ওড়ো তাই কোন আকাশে?
জানতে বড় সাধ জাগে তোমার ঠিকানা,
যেখানে সাজায়ে রয়েছো তোমার বিছানা।
পদধ্বনি শুনি আমি রাতের গহীনে,
জোনাকিরা আলো দেয় যখনি ক্ষণে-ক্ষণে।
প্রদীপ হাতে দাঁড়িয়ে রয়েছি মনের দ্বার খুলে,
ঘুম হয়ে আসবে তুমি মোর আঁখি তলে।
রচনাকাল- সেপ্টেম্বর ২০১৪
ছবি- আমার
৩০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শরৎ বৃষ্টি এই আসে এই যায়
উধাও হতে হতে প্রতিশ্রুতির মুলা ঝুলিয়ে রেখে,
দূরে দাঁড়িয়ে মজা নেয়, কিছু না-দিয়েই ;
এমন মেঘ বৃষ্টি !! দূরে গিয়ে মরে না কেন !!
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই অভিনন্দন ও শুভেচ্ছা প্রথম মন্তব্য করার জন্য। 🙂🙂 সত্যিই তো এমন মেঘ বৃষ্টি দূরে গিয়ে মরে না কেন!!! ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
ভাবনা রাশিগুলো সাজিয়েছেন আপন মনে।
আশায় বাঁচে জীবন ভালবাসায় স্বপ্ন বুনে।
ভাল লাগলো দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। শুভ কামনা নিরন্তর
ইঞ্জা
পদধ্বনি শুনি আমি রাতের গহীনে,
জোনাকিরা আলো দেয় যখনি ক্ষণে-ক্ষণে।
প্রদীপ হাতে দাঁড়িয়ে রয়েছি মনের দ্বার খুলে,
ঘুম হয়ে আসবে তুমি মোর আঁখি তলে।
সুন্দর ভাবনা, ভালো লাগা রইলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো লাগার জন্য প্রীত হলাম। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
ইঞ্জা
ভালো থাকবেন আপু
ফয়জুল মহী
ভালোবাসা
সবুজে সবুজে ভরা দুটি মন, তুমি আমি মগ্ন গভীর আলাপন। নান্দনিক
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
মোঃ মজিবর রহমান
ভালোবাসা আলাপন অন্তরে লেগে গে;ল আপু।
গ্রাম্য বাসি পাক খুজে প্রকৃতির ছোয়া
শহরবাসি হাহাকারে মরুক দুর্গন্ধ ধোয়া।
গ্রামবাসি নিক নির্মল আলোবাতাসের নির্যাস
শহরবাসি নিক যান্ত্রিক কালোধোঁয়ার নির্যাস।
গ্রাম্যঘরে চাঁদের আলো, জোনাকি লাইট
শহরে থাকে ইলেক্ট্রিক আলোয় চোখ ধুয়াশা।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার, সুন্দর মন্তব্যের জন্য একরাশ মুগ্ধতা ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
মোঃ মজিবর রহমান
আপনিও ভালো থাকুন অবিরত চাই কামনা করি।
শামীম চৌধুরী
সবুজে সবুজে ভরা দুটি মন, তুমি আমি মগ্ন গভীর আলাপন। নিরব-নিভৃতে পাশাপাশি মোরা দুজন, বয়ে যায় যে সীমাহীন লগন। তোমারি পরশে হৃদয়ে লাগে যে কাঁপন, দেহ-তরীতে দোলা দেয় যে শিহরণ। একি ভালোবাসা নাকি অন্যরকম কামনার আস্বাদন?
দারুন কথাগুলি
আর এইগুলিই হচ্ছে ভালোবাসার প্রথম আস্বাদন।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্যের জন্য একরাশ ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর করে বললেন যে আর কোন কথা নেই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
শেষের কবিতাটা হৃদয় ছুৃয়ে গেলো।
প্রকৃতি ও মন। দুটাই জুড়ালো
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ আপু।💓💓 ভালোবাসা অবিরাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন
রোকসানা খন্দকার রুকু
আপনার তোলা ছবিটা খুবই সুন্দর হয়েছে। আর শেষ কবিতাটা সবচেয়ে বেশি ভালো লাগলো।
আলাপন জমেছে বেশ।
শুভ কামনা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ভালোবাসা জানিয়ে গেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন 🌹🌹
হালিম নজরুল
ইদানিং লেখা চমৎকার হচ্ছে। খুব ভাল লাগছে লেখা পড়ে।
সুপর্ণা ফাল্গুনী
আপনার এমন মন্তব্যে দারুন ভাবে অনুপ্রেরণা পাই। তবে লেখাগুলো ২০১৪ এর। খন্ড খন্ড লেখাগুলো জুড়ে দিলাম এক বৃন্তে। অফুরন্ত ভালোবাসা ও ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভ কামনা
খাদিজাতুল কুবরা
আশার বেলায় চড়ে জীবন ভালোবেসে ভালোবাসা খোঁজে, ভালোবাসা আছে কোথায়? কোন সুদূরের অচিন দেশে! অবশেষে স্বপ্নের হাতছানি ডেকে নেয় অস্ট্রেপ্রহরের শেষে….
খুব সুন্দর জীবন ঘনিষ্ঠ লেখা পড়ে খুব ভালো লাগলো।
এইতো জীবন…
অনেক শুভকামনা রইল দিদি ভাই
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। আপনার জন্য ও একরাশ শুভকামনা রইলো। খুব সুন্দর মন্তব্য করেছেন
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন অনেক শরতের শুভেচ্ছা রইল কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদ
আশা
জীবন
ভালোবাসা
স্বপ্ন
এই চারটি জীবনধারার অনন্যরুপ। অল্পকথায় যে ভাবগাম্ভীর্য ফুটিয়ে তুলেছেন পড়ে মোহিত হলাম আপু। এমন লেখা আপনাকেই মানায়।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
এমন অনুপ্রেরণা আর ভালোবাসায় অনেক অনেক ভালোলাগা আর মুগ্ধতা। অফুরন্ত ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভকামনা রইলো অবিরাম
রেহানা বীথি
বহমান জীবনের চারটি ভিন্ন ভিন্ন অবস্থা দারুণ দক্ষতায় তুলে ধরলেন আপু। ভালোবাসা অবিরত। ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ মিষ্টি আপু। আপনাদের উৎসাহ ও ভালোবাসায় মুগ্ধতা ছড়িয়ে যায় বারবার। ভালোবাসা অবিরাম 🌹🌹
সুরাইয়া পারভীন
আশা ভালোবাসা স্বপ্ন সব মিলিয়েই জীবন। আর এই এক জীবনে পাওয়া না পাওয়ার হতাশা যন্ত্রণা দুঃখ সুখ, কামনার সুখানুভূতি সবই থাকে যা একটি পরিপূর্ণ জীবনের প্রতিচ্ছবি।
চমৎকার লিখেছেন ভাবনারাশি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। চমৎকার মন্তব্যের জন্য একরাশ ভালোবাসা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম