ভাবনারাশি

সুপর্ণা ফাল্গুনী ৪ অক্টোবর ২০২০, রবিবার, ১২:০০:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

আশা-

যখন জলাশয় হারিয়ে যায় খালের বুকে, খাল হারিয়ে যায় নদীর বুকে, নদী হারায় সাগরে তখনি তো জলাশয়ের কষ্ট আর কষ্ট থাকেনা। যেমনি ছোট ছোট দুঃখ হারায় বৃহৎ দুঃখের মাঝে তেমনি ঠুনকো সুখ হারায় বড় কোন সুখ পেলে। যেদিন সেই সুখ পাবো সেদিন সব ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়া না পাওয়া ভুলে যাবো। জীবন সেদিন পাবে নতুন গতিধারা।

 জীবন-

সিন্গ্ধ সকালে ভোরের আলো এসে বলে যায় ভালোবাসি তোমায়, দুপুরের খরতাপে যখন একাকী নিঃস্ব আমি ভাবি তোমাকে নিয়ে-তখন বিকালের মিষ্টি রোদ আবেশ ছড়ায় মনের কোণে। সন্ধ্যার মেঘমালা আমায় ভাসিয়ে নিয়ে যায় দূর-অজানায়, রাতের আঁধারে ক্ষত-বিক্ষত হৃদয় আলিঙ্গন করে শবখানি মোর। হায়রে জীবন........................

 ভালোবাসা-

সবুজে সবুজে ভরা দুটি মন, তুমি আমি মগ্ন গভীর আলাপন। নিরব-নিভৃতে পাশাপাশি মোরা দুজন, বয়ে যায় যে সীমাহীন লগন। তোমারি পরশে হৃদয়ে লাগে যে কাঁপন, দেহ-তরীতে দোলা দেয় যে শিহরণ। একি ভালোবাসা নাকি অন্যরকম কামনার আস্বাদন?

 স্বপ্ন-

বৃষ্টির মেঘমালা আজি শরতের আকাশে,
স্বপ্ন তুমি ওড়ো তাই কোন আকাশে?
জানতে বড় সাধ জাগে তোমার ঠিকানা,
যেখানে সাজায়ে রয়েছো তোমার বিছানা।
পদধ্বনি শুনি আমি রাতের গহীনে,
জোনাকিরা আলো দেয় যখনি ক্ষণে-ক্ষণে।
প্রদীপ হাতে দাঁড়িয়ে রয়েছি মনের দ্বার খুলে,
ঘুম হয়ে আসবে তুমি মোর আঁখি তলে।

রচনাকাল- সেপ্টেম্বর ২০১৪
ছবি- আমার

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ