
আমি ভালো নেই; একদম ভালো নেই
ইদানিং ভয় খুব পেয়ে বসেছে আমায়,
ভীষণ ভয়ে কেঁপে কেঁপে উঠছে বুক!
ক্ষণে ক্ষণে দমে দমে থমকে থমকে;
ভয়ঙ্কর ত্রাসে স্তব্ধ হচ্ছে প্রাণস্পন্দন!
ভয়াবহ ভয়ের চোটে বন্ধ হচ্ছে নিঃশ্বাস!
এই যে এতো এতো ভয়,
কী ভাবছেন?
বড়ো সড়ো দুর্ধর্ষ কোনো-
অপরাধের অপরাধী নিশ্চিত?
তাইতো ভয়ে ভয়ে কেঁপে উঠছে হৃৎপিণ্ড!
যদি এমন ভাবনা মনেও আসে দুঃস্বপ্নে!
তবে বলছি শুনে নিন সবে,
কোনোদিন কখনো কারো অন্যায় করিনি স্বজ্ঞানে।
তবে নিশ্চয়ই,
দৈত্য দানব কিংবা ভয় ভূত প্রেতে!
নাহ্ একদমই নয়
ওসবের বালাই নেই,
ছিলও না কোনো কালেই।
তাহলে হিংস্র কোনো বন্যপ্রাণী,
প্রতিনিয়ত তাড়া করছে দুঃস্বপ্নে?
সেখানেও আমি নির্ভীক দুঃসাহসী,
বীরের বেশে জিতে যাই স্বপ্নের শেষে!
ভয়
শঙ্কা
ত্রাস
ভীতি
ডর
ভয়ডর
আতঙ্ক
তরাস
ত্রসন
অভিশঙ্কা
খতরা
ঘাবড়ানি
দুরদুরানি
দুরদুর
হৃৎকম্প
এই সব, সবগুলো
মস্তিষ্ক বিকৃত মানুষের অবয়বে গড়া-
হিংস্র নিকৃষ্ট নরপশুদের।
যোনি পথে জন্ম নিয়েই যারা,
মা বোনের যোনি নিয়ে করছে উল্লাস দিনে রাতে!
যাদের নৃশংস আচরণে স্তব্ধ হয় পৃথিবী!
যাদের ভয়ানক পাষণ্ড কর্মকাণ্ডে,
ধিক্কার জানানোর ভাষা যায় হারিয়ে।
ভয় আমার মধ্যবয়সী মায়ের জন্য
ভয় আমার তরুণী শরীরের জন্য
ভয় আমার যুবতী ভাবীর জন্য
ভয় আমার কিশোরী বোনের জন্য
ভয় আমার কন্যা শিশুর জন্য
এমনকি ভয় আমার বৃদ্ধা নানীর জন্য
এতো এতো ভয় নিয়ে,
যেখানে বেঁচে থাকায় দুষ্কর
সেখানে ভালো থাকি কী করে?
ওহে সৃষ্টিকর্তা আমাদের সহায় হও,
রক্ষা করো জঘন্য জানোয়ারের হিঃস্র থাবা থেকে।।
আর থেকো না চুপ করে,
এবার দেখাও তোমার লীলা!
ধ্বংস করো সেই সব মানুষরূপী নরপশুদের
বজ্রের ন্যায় তীব্র থেকে তীব্রতর হোক
সেই ধ্বংসাত্মক লীলার হাহাকার!
ছবি-গুগল
২৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাস্তব অনুভূতির প্রকাশ কবি আপু —————
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
ধিক্কার ও ঘৃণা এইসব মানুষরূপী হায়নাদের।
সুরাইয়া পারভীন
ধিক্কার জানানোরও যে ভাষা জানা নেই এই সব মানুষরূপী জানোয়ারদের
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
খাদিজাতুল কুবরা
ভয় আমার মধ্যবয়সী মায়ের জন্য
ভয় আমার তরুণী শরীরের জন্য
ভয় আমার যুবতী ভাবীর জন্য
ভয় আমার কিশোরী বোনের জন্য
ভয় আমার কন্যা শিশুর জন্য
এমনকি ভয় আমার বৃদ্ধা নানীর জন্য
এতো এতো ভয় নিয়ে,
যেখানে বেঁচে থাকায় দুষ্কর
সেখানে ভালো থাকি কী করে?
ওহে সৃষ্টিকর্তা আমাদের সহায় হও,
রক্ষা করো জঘন্য জানোয়ারের হিঃস্র থাবা থেকে।
সত্যি ভয় পাচ্ছি গো! কি লিখবো কলম চলছেনা। ভাষা খুঁজে পাইনা। কেউ কেউ বলছে মেয়েদেরকে সাহসী হতে। অবুঝ শিশুটি কিভাবে সাহসী হবে!
ছেলে শিশুটি ও রক্ষা পায়না কখনো কখনো। কোথায় যাবো, কোথায় লুকাবো!
আপনার সাথে শুধু পার্থনা জানাই আল্লাহর কাছে তিনি মহিলাকুলকে রক্ষা করুন।
সুরাইয়া পারভীন
শুধু নির্বাক নিস্তব্ধ নিরব দর্শক চেয়ে চেয়ে দেখতে হবে আমাদের এই জঘন্যতম অপরাধ। ভয়াবহ শাস্তির ব্যবস্থা না হলে ভয়ে ভয়েই মরতে হবে।
ক্ষমতাসীনরা যখন নিশ্চুপ তখন মহান রাব্বুল আলামীন আমাদের একমাত্র ভরসা।
চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা অশেষ আপু
জানি এই নৃশংস দেশে ভালো থাকা যায় না তবুও মনে প্রাণে চাই ভালো থাকুন
শামীম চৌধুরী
এই যে এতো এতো ভয়,
কী ভাবছেন?
বড়ো সড়ো দুর্ধর্ষ কোনো-
অপরাধের অপরাধী নিশ্চিত?
তাইতো ভয়ে ভয়ে কেঁপে উঠছে হৃৎপিণ্ড!
এর চেয়েও আজ কন্যার পিতাদের যে ভয়ে হৃৎপিন্ড কেঁপে আসে সেটা হলো আমার কন্যা সতী হয়ে ঘরে ফিরতে পারবে তো।
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন দাদাভাই
মহান রাব্বুল আলামীন আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
ভয় পাচ্ছি আমি/আমরা সবাই,
দেও-দানো, বণ্যপ্রাণী, রোগ-শোক-অভাব-অভিযোগে নয়,
পাচ্ছি না ভয় প্রাকৃতিক কোন দূর্যোগের!
মানুষের মতো বাঁচার আশায় মানুষরুপী নরপশুর ভয়ে আমি কুকড়ে উঠি,
আমি আমার স্বত্ত্বা হারাই।
হে পরম করুণাময়,
ধ্বংস করো ধর্ষকের হৃদপিণ্ড, নয়তো পৃথিবীকে নিজের করে নাও।
সমসাময়ীক ঘটনার আলোকে লেখা কবিতায় ভালো লাগা। ভালো থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
এই নৃশংস জঘন্য কর্মকাণ্ড দেখে ভালো থাকা যায় না গো আপু। কী যে এক দুঃসহ সময়ের মধ্যে চলছে আমাদের জীবন যাপন? মহান রাব্বুল আলামীনই এখন এক মাত্র ভরসা
ভালো থাকুন আপু
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
❤️❤️
রেহানা বীথি
কোনও সভ্য দেশে বাস করছি কি আমরা?
এ-প্রশ্ন ব্যথিত মনে জাগছে বার বার।
খুব ভালো লিখেছেন আপু।
সুরাইয়া পারভীন
অসভ্য বর্বর নিকৃষ্ট দেশে জন্ম নিয়েছি আমরা। যে দেশের রাষ্ট্রপ্রধান নারী হয়েও নারীর সাথে হওয়া এই নৃশংস আচরণের নেই কোনো কঠিনতম শাস্তির বিধান। নারীদের সন্মান রক্ষায় বারংবার ব্যর্থ হচ্ছে
কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
এখন পথ চলাটাই থমকে গেছে, ভাবনার পরিধি খাঁচায় বন্দী হয়েছে, স্বপ্ন দেখা মিটে গেছে । এই বয়সে এমন ভাবতে হবে, এমন পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবিনি।আগে ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল কিন্তু এই বয়সে এসেও কেন এমন ভয় নিয়ে থাকতে হবে? তখন তো এতো ভয় পাইনি যেটা এখন পাচ্ছি। পরিস্থিতি ভয়াবহ হচ্ছে তড়িৎ গতিতে। এ থেকে মুক্তি চাই কিন্তু মুক্তি কি আদৌ মিলবে??
সুরাইয়া পারভীন
এর থেকে মুক্তি/পরিত্রাণ সম্ভব কিনা জানিনা। তবে মুক্তি বা পরিত্রাণ যে অলীক বস্তু তা বেশ বুঝতে পারছি দিদিভাই
কখনোই ভাবিনি জীবনের এই বেলায় এসে এতো ভয়ে ভয়ে বাঁচতে হবে আমাদের। এখন একমাত্র সৃষ্টিকর্তায় ভরসা।
জিসান শা ইকরাম
সমসাময়িক ঘটনার চমৎকার বর্ণনা আপনার লেখায় তুলে এনেছেন।
ভয় এখন মানুষকেই করছি আমরা,
জন্তু জানোয়ারের চেয়েও হিংস্র হয়ে উঠেছে আমাদের আশেপাশের মানুষ।
ভালো থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কী জানি কখন কোথায় ওঁৎ পেতে বসে আছে হায়েনাদের দল? সুযোগ পেলেই বসাবে ভয়ঙ্কর থাবা। তাই তো ভয়ে ভয়ে কেঁপে উঠছেন হৃৎপিণ্ড
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
জন্তু জানোয়ার থেকেও কুৎসিত প্রাণীর নখর আমাদের শরীরে।
করোনাকালে শধুই বিধাতার সাহায্য কামনা করা ছাড়া আর কিছুই করার নেই।
সুরাইয়া পারভীন
একমাত্র সৃষ্টিকর্তা পারেন এই সমস্ত হায়নাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। এখন একমাত্র ভরসা তিঁনিই।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু
করোনার চেয়েও এখন ভয়ংকর ধর্ষক। টিভিতে তাদের দেখায় কি নির্বিকার হেঁটে যায় পুলিশের পেছনে আবার ক্যামেরার দিকেও তাকায়। এমন ভাব ছাড়া পেলেই আবার সে কাজটিই করবে।
শুভ কামনা॥
সুরাইয়া পারভীন
ওরা তো জানে দুদিন পর আবার ফিরতে পারবে। তাই তো অমন ভাব নিতে পারে। যদি জানতো এই যাত্রা জীবনের শেষ যাত্রা তবে এতোটাও উল্লাস করতে পারতো না আপু।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীনুল হক হীরা
অসাধারণ ভাবনার নান্দনিক উপস্থাপনা।।। দারুণ।।।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
আরজু মুক্তা
চলুন, ভয়কে জয় করি
সুরাইয়া পারভীন
জ্বী আপু
এবার ভয়কে জয় করার পালা
ভয়কে দুমড়ে মুচড়ে উপড়ে ফেলার সময় এসে গেছে
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
ভয় পেয়ে গুটিয়ে থাকার সময় নয় আর। জাগো সব জননী, এখন সময় প্রতিবাদের।
শুভকামনা রইলো আপু।
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন ভাইয়া
এর নয় ভয়ে গুটিয়ে থাকা
এবার প্রতিবাদে সামনে অগ্রসর হবার পালা
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
হালিম নজরুল
ভয়কে আমাদের জয় করতেই হবে।