ভয়

সুরাইয়া পারভীন ৫ অক্টোবর ২০২০, সোমবার, ০২:১৭:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

আমি ভালো নেই; একদম ভালো নেই
ইদানিং ভয় খুব পেয়ে বসেছে আমায়,
ভীষণ ভয়ে কেঁপে কেঁপে উঠছে বুক!
ক্ষণে ক্ষণে দমে দমে থমকে থমকে;
ভয়ঙ্কর ত্রাসে স্তব্ধ হচ্ছে প্রাণস্পন্দন!
ভয়াবহ ভয়ের চোটে বন্ধ হচ্ছে নিঃশ্বাস!

এই যে এতো এতো ভয়,
কী ভাবছেন?
বড়ো সড়ো দুর্ধর্ষ কোনো-
অপরাধের অপরাধী নিশ্চিত?
তাইতো ভয়ে ভয়ে কেঁপে উঠছে হৃৎপিণ্ড!

যদি এমন ভাবনা মনেও আসে দুঃস্বপ্নে!
তবে বলছি শুনে নিন সবে,
কোনোদিন কখনো কারো অন্যায় করিনি স্বজ্ঞানে।

তবে নিশ্চয়ই,
দৈত্য দানব কিংবা ভয় ভূত প্রেতে!

নাহ্ একদমই নয়
ওসবের বালাই নেই,
ছিলও না কোনো কালেই।

তাহলে হিংস্র কোনো বন্যপ্রাণী,
প্রতিনিয়ত তাড়া করছে দুঃস্বপ্নে?

সেখানেও আমি নির্ভীক দুঃসাহসী,
বীরের বেশে জিতে যাই স্বপ্নের শেষে!

ভয়
শঙ্কা
ত্রাস
ভীতি
ডর
ভয়ডর
আতঙ্ক
তরাস
ত্রসন
অভিশঙ্কা
খতরা
ঘাবড়ানি
দুরদুরানি
দুরদুর
হৃৎকম্প

এই সব, সবগুলো
মস্তিষ্ক বিকৃত মানুষের অবয়বে গড়া-
হিংস্র নিকৃষ্ট নরপশুদের।
যোনি পথে জন্ম নিয়েই যারা,
মা বোনের যোনি নিয়ে করছে উল্লাস দিনে রাতে!
যাদের নৃশংস আচরণে স্তব্ধ হয় পৃথিবী!
যাদের ভয়ানক পাষণ্ড কর্মকাণ্ডে,
ধিক্কার জানানোর ভাষা যায় হারিয়ে।

ভয় আমার মধ্যবয়সী মায়ের জন্য
ভয় আমার তরুণী শরীরের জন্য
ভয় আমার যুবতী ভাবীর জন্য
ভয় আমার কিশোরী বোনের জন্য
ভয় আমার কন্যা শিশুর জন্য
এমনকি ভয় আমার বৃদ্ধা নানীর জন্য
এতো এতো ভয় নিয়ে,
যেখানে বেঁচে থাকায় দুষ্কর
সেখানে ভালো থাকি কী করে?
ওহে সৃষ্টিকর্তা আমাদের সহায় হও,
রক্ষা করো জঘন্য জানোয়ারের হিঃস্র থাবা থেকে।।

আর থেকো না চুপ করে,
এবার দেখাও তোমার লীলা!
ধ্বংস করো সেই সব মানুষরূপী নরপশুদের
বজ্রের ন্যায় তীব্র থেকে তীব্রতর হোক
সেই ধ্বংসাত্মক লীলার হাহাকার!

ছবি-গুগল

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ