প্রতিরোধ হোক করোনার !

সুপায়ন বড়ুয়া ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ০৩:৩৬:৫১অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

বিশ্ব আজ দাপিয়ে বেড়ায়
অদৃশ্য কালো হাত
কান পাতলে শুনা যায় আজ
মূমুর্ষের কাতর আর্তনাদ।

কেউ তো আর বাড়িয়ে দেয় না
মমতা বাড়ানো হাত
তোমার শরীরে আঁচর লেগেছে
করোনার উৎপাত।

প্রিয়জনের লাশ পড়ে থাকে আজ
ভারী হয় ফুটপাত
পোষা কুকুর রাত জেগে থাকে
পাহাড়ায় কাটে রাত।

এমন সাহসী মহাপুরুষ তুমি
দাপিয়ে ঘুড়েছ আগে
কাপুরুষ তুমি পাইনি তো খোঁজে
লাশটি দাফনের লাগে।

বাড়ির আঙিনায় প্রার্থনায় বসে
তুলেছি দুই হাত
স্রষ্টার কাছে করি নিবেদন
সুমতি ফিরে পাক।

করোনা নামক বিষাক্ত ছোবলের
রুখে দাড়াও আজ
বাড়ি থেকে সবে প্রার্থনা করি
গড়ে তুলি রেওয়াজ।

নাকে মুখে আজ মাস্ক পড়ে যাই
সময়ের দাবী আজ
সাবান পানিতে হাত ধুয়ে যাই
কঠিন নয়তো কাজ।

বন্ধু তোমার ভালোর জন্য
যাই না তোমার পাশে
সবই তোমায় পুষিয়ে দেবো
করোনা দিনের শেষে।

লাশের মিছিলে কোন নাম আর
দেখতে চাই না আর
ঘরে থেকে তাই সময় কেটে যাও
প্রতিরোধ হোক করোনার।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ