জড়সড় হয়ে বসে আছি, ঠান্ডা কাটানোর ব্যর্থ প্রয়াসে
লেপ-কাঁথা-শাল গায়ে মুড়িয়ে, অব্যক্ত কথার ফুলঝুরিতে।
এপাশ-ওপাশে ফিসফাস কানাকানি
গা হিম হয়ে আসে তার নিথর আহবানে!
ডাইনীরুপে এসেছে পৌষ নিরিন্দ্রিয় জীর্ণবসনে।

রক্তজিহ্বার লকলকানিতে ক্ষণিকের মোহ ভেঙ্গে চমকে উঠি!
শীতল স্পর্শেন্দ্রিয় আলাপনে আলপিনের খোঁচাখুঁচিতে
রক্তাম্বর হৃদয়ের অনুভূতিরা হয়েছে নিঃসাড়।
শ্বদন্ত দেখিয়ে ঘুমপাড়ানিয়া গান শোনায় কানেকানে,
দুঃস্বপ্নরা মাংস খুবলে খায় হায়েনার মতন।

স্বপ্ন দেখিয়ে আশাবরী সে আজও আসেনি
ডাইনী বশীকরণ মন্ত্রটাও বেমালুম ভুলে গেছি!
অথচ চোখ আমার বিভোর নিরাশার জাগ্রত স্বপ্নে,
সোনারকাঠি রূপোরকাঠি হাতে নিয়ে নির্বাক স্থবিরতায়।
পৌষ যে এসেছে দুয়ারে- কুয়াশায় দোদুল্যমান পেন্ডুলামের সীমাহীন ঘুর্ণনে।

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ