পাল তুলে দাও মাঝি!

বোরহানুল ইসলাম লিটন ১৬ আগস্ট ২০২১, সোমবার, ০৭:২০:০৭পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

পাল তুলে দাও মাঝি, তুমি
পাল তুলে দাও আজি!
হোক না তুফান সর্বনাশা
পণটা কি নয় তাজী!
পাল তুলে দাও মাঝি, তুমি
পাল তুলে দাও আজি!

ঝড় যদি দেয় অকুল গাঙে
তীব্র রোষে সাড়া,
দোষ কি তাতে বৈঠা হলে
এক নিমিষেই হারা!
তাই বলে আজ থাকলে বসে
করবে কে পার প্রীতির জোশে,
সুঁই যদি না কাঁথায় সাজে
বিনে সুতায় কাজী!
পাল তুলে দাও মাঝি, তুমি
পাল তুলে দাও আজি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ