জেগে ওঠো মহারাণী

হালিম নজরুল ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৪:১৮:০৬অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

মহারাণী!ও মহারাণী!!জেগে ওঠো মহারাণী
ঐ যে নবীন সূর্য ছুঁয়ে উড়ে এলো
একঝাঁক বলাকা ও পায়রা
যাদের ঠোঁটে ঠোঁটে ভালবাসার উড়োচিঠি
সবুজ সবুজ স্বপ্নের ঘ্রাণ।

তুমি ছাড়া কে আছে এমন চিঠি পাবার?
তোমার চোখের নদীতে থৈ থৈ মায়া
সারাক্ষণ লুকায়িত পানকৌড়ি সুখ।
তোমার সর্বাঙ্গে লুকিয়ে থাকা বায়োস্কোপ
যেন উদাস করে বিক্ষিপ্ত মন অষ্টপ্রহর।

মহারাণী,ওঠো,
পাখির পালক থেকে খুলে নাও তোমার সলাজ ভোর
কন্টকহীন গোলাপে সাজাও স্বপ্নযৌবন।
একদিন দেখো ঈশানে হবেই মেঘের প্রতিস্থাপন;
এনে দেবে স্বর্ণনদীর কোলাহল।

মহারাণী,তোমার সলাজ অধরে কিসের সংশয়?
ঐ দ্যাখো পদ্ম ফুটেছে পবিত্র গঙ্গার জলে,
তুলে আনো,গাঁথো অস্তহীন গন্তব্যের মালা।
তোমার প্রতীক্ষায় মহুয়ার বন,কৃষ্ণসরোবর
ওঠো মহারাণী,চলো মৌনতা খুলে ফেলি
আমাদের প্রেমগুলো শুকিয়ে নিই যৌবনের উত্তাপে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ