ক্ষণিকের পথিক (সনেট)

বোরহানুল ইসলাম লিটন ১ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ০৭:১০:০৫পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

পথিক চলেছে একা ব্যস্ত দু’পায়ে
চলনে সয়ে সে আলো আঁধারের খেলা,
যেন এ তাড়ন সবই জনমের দায়ে
তবু দ্যাখে আরবারে পিছু ফিরে বেলা।

ক্লান্তির ভারে দেহ ক্ষয়ে যাওয়া বাড়ি
থাকতে চায় না মনে সজীবতা আর,
প্রীতি বাঁধনে দিতে বিশ্বাসে পাড়ি
নব আশে তবু খুলে ব্যাকুলে দুয়ার।

যতোই মনন থাক স্বপ্নের ক্ষেতে
উছল খুশিতে ঢেকে চলতি ক্ষরণ,
দিনে দিনে জমে থাকা অবসাদ মেতে
বেলা শেষে ঠিকই নিবে কেড়ে সে রণন।

অঙ্কুরী আশা গেলে অবশেষে হেরে,
কখনো উঠে কি চারা বীজ থেকে বেড়ে!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৭৬২জন ৫৮৩জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ