অলীক স্বপ্ন

পপি তালুকদার ১১ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১২:০৪:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

টুপটুপ করে পরছে বাদলের ধারা, এক কাপ কফি হাতে দেখলাম সেই অভাবনীয় দৃশ্য। সেএক মন মাতানো দৃশ্য ইচ্ছে করে ছুটে যাই তার মাঝে ডুবে যেতে গভীর হতে গভীরে যেখান থেকে হাতড়ে কেউ উঠাতে পারবেনা।

না বলা ভালো লাগার মাঝে ডুবতে ডুবতে এক নীল সাগরের সাথে দেখা যেটা  দূরে কোথাও মিশে গেছে লাল আকাশের সাথে। তাদের গভীর প্রনয় যার ফল সোনালী জলধি।

শূন্যতার সাথে আমি মিশে যাই আরো গভীর শূন্যতায়।

মিশে যাওয়া শূন্যতা কে বন্দী করি দেহের দেয়ালে,

যেখানে আলিঙ্গন করে থাকলে কেউই নিতে পারবেনা তাকে।

বিধ্বস্ত দেহের ভিতরে তার বসবাস যা প্রকম্পিত ঝড়েও কম্পিত নয়।

হঠাৎ কি যেন একটা সজোরে আঘাত দিলো দেহের দেয়ালে শূন্যতার ঘরে!!

উঁহু এযেন ভেঙ্গে চুরমার করার প্রতিশ্রুতি নিয়ে নেমে পরেছে!!

অসহ্যনীয় কষ্ট!!!

ইচ্ছে করছে আছড়ে দেই কিন্তু অপারগ দেহ!!

গভীর আরাধ্য  পর ফিরে আসে সে...

 

হাতে হাত রেখে চলে যাই দূর বহুদূর সীমানাহীন গন্তব্যের পথে......….

 

যেখানে নানা রঙের প্রজাপতি উড়ে বেড়ায় নিজের খেয়ালি মনে,আমিও মিশে যাই তাদের দলে।

আবার অাঘাত হানে বিধ্বস্ত দেহের দেয়ালে!!!

অসহ্যনীয় কষ্টে চিৎকার করি বেসামাল ভাবে কিন্তু চিৎকার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বার বার........

আমি আরো জোরে জোরে গলা হাঁকাই নিষ্ফল ক্রোধে.....

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ