বাস্তবতা

পপি তালুকদার ১১ এপ্রিল ২০২১, রবিবার, ১১:০৫:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

জীবনের বাস্তবতা এক কঠিন যুদ্ধে অবর্তীন হওয়ার চেয়েও কঠিন।

ছোট বেলা থেকে শোনা কিছু প্রবাদ বাক্য বা মহান ব্যক্তির বানী কখনো কখনো পুরোপুরি মিলে যায় বাস্তবতার সাথে। কখনো বা কথা গুলোর গভীরত্ব বাস্তবতা সাথে মিলে না।তবুও জীবনের ছন্দে জীবন চলে যায়।

 

" পড়া লেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে"

এই প্রবাদ বাক্যটি ছোট থেকে অজস্রবার শুনে আসছি।ভাবতাম সত্যিই বুঝি তাই হয়। কিন্তু আজকাল বাস্তবতা ভিন্ন কথা বলে। অনেকে আছে যারা ছোট থেকে মেধার সাথে সকল পরীক্ষায় উর্ত্তীন হয়ে চাকরি নামক যুদ্ধে অবর্তীন হয়। সেখানে ভালো করে সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা হয়ে সাধারণ জীবন - যাপন করে। চার চাকার গাড়ি তার কাছে দূর্লভ!

পক্ষান্তরে অসত্য ভাবে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে চার চাকা না শুধু ব্যক্তিগত বিমানের ও মালিক হয়।

বাস্তবতার সাথে না মিলও পড়াশোনা করতে হবে এ-র ছাড়া উপায় নেই।

 

সুকুমার রায়ের বিখ্যাত কবিতা "জীবনের হিসাব" আমার একটি প্রিয় কবিতা। সেখানে বিদ্যাবোঝাই বাবু মশাই একটু পর পর অশিক্ষিত মাঝি কে নানা প্রশ্ন করে বিব্রত করে ফেলে।

কেন জোয়ার আসে? কেন চাঁদ বাড়ে -কমে? কেন সাগরের পানি লোনা?

বৃদ্ধ মাঝির কাছে এগুলো খুবই অপমান জনক কারন উত্তর তার কাছে অজানা! তাই বাবু মশাই তাকে  বারো আনা জীবন বৃথা বলে।

ক্ষানিক বাদে যখন ঝড় উঠে বৃদ্ধ মাঝি বাবু মশাই কে জিজ্ঞেস করে সে সাঁতার  জানে কিনা?

বাবু মশাই না সূচক মাথা নাড়ে বৃদ্ধ মাঝি তাকে ষোলো আনা জীবন বৃথা বলে।

কারন বাবু মশাইর বাস্তব জ্ঞানের অভাবে মরতে হবে।

 

জীবন টা আসলে এমনই বাস্তব শিক্ষা যার যত বেশি বর্তমানে সেই এগিয়ে যাচ্ছে। বাস্তবতার কাছে হেরে গেলে সব শেষ।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ