
রাতের নিস্তব্ধতায় তোমার ভালোবাসা
শিউলি ফুলের সমারোহে, সমৃদ্ধ সোনালী প্রহর,
বিলাসী হৃদয়ে অপেক্ষার তীব্র দহনে।
সে তুমি অবগাহন হোক না দৈনিক-,স্মৃতি, মানসিক!
দিনান্তের, চাতক হৃদয়ের হাহাকার ভুলে
শুধুই ডুবে থাকা,ভিজে স্মৃতির জ্যোৎস্না আকাশে,
ভালোবাসা সে তো অমর।
তীব্র আলোকে আলোড়িত, সে এক স্বপ্ন পুরি আমার,
মত্ত – আমি জ্যোৎস্নার স্ফীত শিহরণে, ফাগুন হাওয়ার উজ্জ্বল উষ্ণতায়!
সে-সব বিনিদ্র রাত্রী আমার, তোমার অপেক্ষায়,
রাতের প্রহেলিকায় ভেসে গভীরের নিবৃত-কুঞ্জে,!
তুমিই তো এসেছিলে স্বর্গের অপ্সরার মতো নান্দনিক সাজশয্যায় আমার বুকে,
বুকে আগলে রেখে,আঁধারে ভ্রুকুটিন বিহ্বল লজ্জা -ফলে।
হাঁ- কার বুকে, আকাশ রাত সমাধি হবে আজ,
ভালোবাসা বিশ্বাস,
কোলাহল-বাতাস অবিশ্বাস্য মিঠালো চাহুনিতে
ভাবছে, কে যে কার সওয়ারি।
সঞ্জয় মালাকার //
২৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ, চমৎকার । ধন্যবাদ দাদা আপনাকে। ভালো থাকুন সবসময়
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, আপনিও ভালো থাকুন সবসময় শুভ কামনা, বিকেল বেলার শুভেচ্ছা রইলো দিদি।
ফয়জুল মহী
চমৎকার । ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন I
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময় শুভ কামনা,
অনন্য অর্ণব
ওয়াও…আবেগের আবেশে বশীভূত হয়ে গেলাম। প্রাণান্তিক শুভেচ্ছা দাদাভাই।
সঞ্জয় মালাকার
ধন্য যোগ্য শ্রদ্ধে দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন,
ভালো থাকুন সবসময় শুভ কামনা 🌹🌹
শান্ত চৌধুরী
নান্দনিক ভাবনা …
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকুন সব সময়।
ছাইরাছ হেলাল
সুখ স্বপ্নে এমন করেই আকাশ অব্দি পৌঁছাতে হয়।
আবেগময় লেখা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা কৃতজ্ঞতা ও ভালোবাসা।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
আবেগে আপ্লুত কবি
তীব্র দহনে রবি।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা ও মুগ্ধতা।
ভালো থাকুন সবসময় নিরন্তর কামনা।
তৌহিদ
দেখবেন তীব্র আবেগ আগুনে ভস্মীভূত হবেননা আবার যেন। কবিতা ভালো লেগেছে ভাই।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য শ্রদ্ধে দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন, ভালো থাকুন সবসময় আপনার জন্য অজস্র কামনা।
নিতাই বাবু
কবিতা ভালো লেগেছে, দাদা। শুভকামনা থাকলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালো লাগা অফুরন্ত, ভালো
সঞ্জয় মালাকার
ভালো থাকুন সবসময় শুভ কামনা।
রেহানা বীথি
খুব খুব সুন্দর লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দিদি, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
ইসিয়াক
আবেগী কবিতায় একরাশ ভালো লাগা ।
শুভকামনা রইলো ।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা ভালো লাগা ও ভালোবাসা নিবেন, ভালো থাকুন সবসময় শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অপেক্ষার দহন পড়ে কিন্তু ভালো লাগছে, এত্ত সুন্দর করে লিখেছেন! অনবদ্য 🌹🌹
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দিদি, আপনাদের ভালোলাগা আমার জন্য আশীর্বাদ পাওয়া।
ভালো থাকুন সবসময় শুভ কামনা।
দালান জাহান
সুন্দর কবিতা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, ভালোবাসা নিবেন আপনার জন্য রইলো শুভ কামনা।
সুরাইয়া পারভীন
সে-সব বিনিদ্র রাত্রী আমার, তোমার অপেক্ষায়,
রাতের প্রহেলিকায় ভেসে গভীরের নিবৃত-কুঞ্জে,!
তুমিই তো এসেছিলে স্বর্গের অপ্সরার মতো নান্দনিক সাজশয্যায় আমার বুকে,
বুকে আগলে রেখে,আঁধারে ভ্রুকুটিন বিহ্বল লজ্জা -ফলে।
হাঁ- কার বুকে, আকাশ রাত সমাধি হবে আজ,
চমৎকার উপস্থাপন। দারুণ লিখেছেন দাদা
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দিদি, ভালো লাগা ও ভালোবাসা নিবেন, ভালো থাকুন সবসময় নিরন্তর কামনা।