অপেক্ষার তীব্র দহনে

সঞ্জয় মালাকার ২২ জানুয়ারি ২০২০, বুধবার, ০১:৫৯:১৮অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

রাতের নিস্তব্ধতায় তোমার ভালোবাসা
শিউলি ফুলের সমারোহে, সমৃদ্ধ সোনালী প্রহর,
বিলাসী হৃদয়ে অপেক্ষার তীব্র দহনে।

সে তুমি অবগাহন হোক না দৈনিক-,স্মৃতি, মানসিক!
দিনান্তের, চাতক হৃদয়ের হাহাকার ভুলে
শুধুই ডুবে থাকা,ভিজে স্মৃতির জ্যোৎস্না আকাশে,
ভালোবাসা সে তো অমর।

তীব্র আলোকে আলোড়িত, সে এক স্বপ্ন পুরি আমার,
মত্ত - আমি জ্যোৎস্নার স্ফীত শিহরণে, ফাগুন হাওয়ার উজ্জ্বল উষ্ণতায়!
সে-সব বিনিদ্র রাত্রী আমার, তোমার অপেক্ষায়,
রাতের প্রহেলিকায় ভেসে গভীরের নিবৃত-কুঞ্জে,!
তুমিই তো এসেছিলে স্বর্গের অপ্সরার মতো নান্দনিক সাজশয্যায় আমার বুকে,
বুকে আগলে রেখে,আঁধারে ভ্রুকুটিন বিহ্বল লজ্জা -ফলে।

হাঁ- কার বুকে, আকাশ রাত সমাধি হবে আজ,
ভালোবাসা বিশ্বাস,
কোলাহল-বাতাস অবিশ্বাস্য মিঠালো চাহুনিতে
ভাবছে, কে যে কার সওয়ারি।

সঞ্জয় মালাকার //

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ