স্মৃতিরা জেগে থাকে সরু চোখে

ছাইরাছ হেলাল ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৯:৫১:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

নিশ্চলের নিগুঢ় রাতে, ঘুম জাগা চোখে আকাশ দেখি
নিঃশ্চুপ-চোখ মেলে, গভীর একাকীত্বে,
দিনের আলোর মত স্মৃতিরা হাসে, উজ্জ্বল হাসিতে,
ম্লান চোখে কাঁদে-ও, বিষাদ-আনন্দে;

শৈশব গুলো ছুটে আসে দল বেঁধে
দলছুট হয়ে-ও, হৃদয়ের অবিচ্ছিন্নতায়;
এ-এক যাতনা বিহীন ভাবাচ্ছন্নতা, নিঃসীমের আকাশে;

আধো-আধারে কোমল বাতাসের ডাক শুনতে পাই
বিলম্বের অবিলম্বে মাত্রাতিরিক্ত বাড়াবাড়িতে,
প্রাপ্তি বা ব্যয়ের হিশেবে-না,
হৃদয়হীন আশীর্বাদ ভেবে গা করি না।

অনুসরণের অনুরণনে স্মৃতির পান পাত্র
উপচে ওঠে দৈনন্দিনের আহ্বানে
নৈর্ব্যক্তিকতা বজায় রেখে, স্থাণু না-হয়ে;

অতঃপর ঘোষণা আসে গভীর ঘুমের,
স্মৃতিরা জেগে থাকে অনায়াস ভঙ্গিতে, সরু চোখে।

ছবি নেট থেকে।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ