ইচ্ছে ছিলো তোমায় নিয়ে ঘুরতে যবো পূজোয়
ইচ্ছে গুলো মিথ্যে হলো ব্যর্থ পরিচয় ,

জ্বলসে উঠে স্বপ্ন আমার
স্বপ্ন ভাঙা সময়,
স্বজন হারা পাখির মতো
মিথ্যে আয়োজন!
স্বপ্ন কুড়াই রোজ নিশিতে
আশায় বাঁধি বুক,
এই বুঝি আসছে আমার
আঁধার ঘরে সুখ!

নিত্য নতুন ভাবনা জাগে
নতুন কোন সাঁঝে,
বেজায় পুড়ে মনটা আমার
অশ্রু ভাসা চোখে!
স্নেহ মায়া,আদর সোহাগ
শরীর খেলার দাম,
সকাল সন্ধ্যে কাজ আমার
পূজার সম্মান !!

তুমি তো সেই পুরনো সৃতি
অতীত ভাঙা মান,,

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ