মেঘ শূন্য আকাশ

আলমগীর সরকার লিটন ১২ অক্টোবর ২০২০, সোমবার, ১১:২৩:১৭পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

একটা আকাশ নীল ছুঁয়ে দেখি
মেঘ গুড় গুড় কৃষ্ণচূড়া বৃষ্টি!
অনুভবে অনুসরে বাতাস ঘ্রণে-
হলো বুঝি একটা কিছুর সৃষ্টি।

আগলে রাখা মনপুষা স্মৃতিগুলি
শ্রাবণ দিনের কতখানি কৃতি;
এতোটুকু ফাল্গুন বেলার আগুন-
জ্বলছে দাবানলে ক্ষতখানি দেখি;

অথচ আমার মেঘ শূন্য আকাশ
গায়ে চড়ে মৃদু শিহরণে বাতাস-
এখনো শুধু বিষণ্ণতার মানছে না-
এ ঝর্ণাধারা নদী, শুক্র শনি রবি।

২৭ আশ্বিন ১৪২৬, ১২ অক্টোবর ২০
--------------------------------------

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ