ব্লগারদের দেখিবার শখ বহু দিনের। তাহারা দেখিতে কেমন, কী খায়, কেমন করিয়া কথা কহেন, কী ধরনের পোষাক
পরিধান করেন, আর ব্লগ দিয়ে ইন্টারনেট কেমন করিয়া চালান? কিন্তু পাইবো কোথায় ইহাদের?
খুঁজিতে খুঁজিতে বেদিশা ( বিদিশা না ) হইয়া গিয়াছি। শুনিয়াছি তাহারা নাকি বই মেলায় আসেন।
কিন্তু এত মানুষের মাঝে বুঝিবো কীভাবে কে ব্লগার আর ব্লগার না? মনের মধ্যে কেমন জানি ডাক আসিয়া গেল আজ
হয়ত সেই দিন, আজ মনে হয় আমার ভাগ্য সু প্রসন্ন হইবে। বিসমিল্লাহ্ বলিয়া বই মেলার উদ্দেশ্যে বাহির হইলাম।
দেখিলাম বাংলা একাডেমীতে বিশাল লাইন, লাইন দিয়ে বইমেলায় ঢুকিতেছে সবাই।
1

জিসানির কথা মনে পড়িলো, বলিয়া দিয়াছে বেশি ভিড়ে যাইবে না। তাই কম ভিড়ে লাইনে দাঁড়াইয়া
সহরোওয়ার্দী উদ্যানেই ঢুকিয়া পড়িলাম।
2

লোকজন তেমন একটা নেই। কেমন ফাঁকা ফাঁকা। ভালোই হইল, যদি তাহারা আসেন খুঁজিয়া পাইতে সুবিধা
হইবে ভাবিয়া আমার মন খুশীতে নয় খান। মনের খুশি দন্ত স্পর্শ করিয়া যাওয়ায় দন্ত দেখিয়া এক ছোট জটলার
একজন চোখে মুখে বিরক্তি প্রকাশ করিলেন। শুনিয়াছি ব্লগার গন সামান্য ব্যাপারেই কপাল কুঁচ্‌কাইয়া ভাব লন।
এনারা ব্লগার না হইয়া যান না। পাশের ষ্টলে বই দেখার ছলে কান এর শ্রবণ শক্তির সর্বোচচ ব্যবহার করিলাম
তাহাদের কথা বার্তায়।
3

হি হি হা হা এর মাঝে কানে আসিল হঠাৎ সোনেলা নাকি কি এক ব্লগের কথা। পাইছি উহারে পাইছি এইবার,
আমার ব্লগার দেখার খায়েশ পূর্ণ হইতে চলিতেছে। দুই বুড়ো মানুষকে দেখিয়া তো আমি টাস্কি খাইয়া গেলাম,
এত বুড়া লোক ব্লগার! আমি তো ভাবিয়া ছিলাম ব্লগার মানেই কলেজ ভার্সিটি পড়ুয়া ড্যাসিং হিরো হিরোইনের
মত মানুষ হইবে। হঠাৎ দেখি সবুজ ড্রেস পরিহিত বোন বোন মায়াময় মুখের এক আপু সবার উদ্দেশ্যে
কী জানি কী বলিতেছেন। আপুকে দেখিয়া এনাদের লিডার মনে হইতেছিল। আকাশ দেখি টাইপে উপরেের
দিকে চাহিয়া  বেখেয়াল ভাবে প্রায় কাছাকাছি চলিয়া আসলাম আপুর। তিনি তাহার মা এর কথা বলিতেছিলেন।
অন্য সবাই শান্ত শিষ্ট বালক বালিকার ন্যায় তাহা শ্রবণ করিতেছিল।
5

দাঁড়াইয়া দাঁড়াইয়া ফটো সেশন চলিতেছিল। ব্লগারতো দেখিলাম, কীভাবে ব্লগ দিয়া ইন্টারনেট চালায় তাহা
কাহার কাছে জিজ্ঞেস করি? আমি কি তাহা শিখিতে পারিব না?  🙁
4 6

ইহার পরে সবাই দলবেঁধে হাটা শুরু করিল। কোথায় যায় এনারা? কালো সার্ট গায়ে দেয়া এক ব্লগারের কাছে
খুবই বিনীত ভাবে জিজ্ঞাসা করিলাম, ভাই আপনারা ব্লগার বুঝি? আমাকে একটু শিখাইবেন
কেমনে ব্লগ দিয়া ইন্টারনেট চালায়? উনি আমার কথা শুনিয়া কটমট করিয়া এমন ভাবে তাকাইলেন যে
পারলে লাশকাটা ঘরে নিয়া আমারে কাটিয়া ফালান। সাবধানে দূর হইতে তাহাদের অনুসরন করিলাম।
কেমন গোল হইয়া মাটিতে বসিয়া পড়িল সবাই। কী সব যে এনারা আলাপ আলোচনা করিলেন কিছুই বুঝিতে,
শুনিতে পারিলাম না। তবে তাহারা সবাই যে অত্যন্ত আনন্দ এবং উৎফুল্ল তাহা তাহাদের হাসিমাখা
মুখ দেখিয়াই বুঝিতে পারিয়াছি।
8 9 10 7
11
বেশ কিছুক্ষণ পরে চার জনের একটি গ্রুপ আসিল। আলাপ আলোচনায় বুঝিলাম যে এনারাও ব্লগার। ইয়া লম্বা এক নারী ,
ইয়া লম্বা লম্বা তাহার চুল। ইনিও নাকি সোনেলার ব্লগার! এনাদের পরিচয় জানার চেষ্টা করিয়াও পারিনি।
আশাকরি ১২ ঘন্টার মধ্যেই পরিচয় জানা যাইবে এবং প্রকাশ করা হইবে।
12 13

সন্ধ্যার পরপরই কি এক অজ্ঞাত কারণে সবাই উঠিয়া দাঁড়াইল। গেইট দিয়া বাহির হইয়া শাহবাগের দিকে
হনহন করিয়া হাঁটিয়া যাইতে লাগিল। এই পদযাত্রার ডানদিকের দাদিমাকে দেখিয়া আমার তো
পরে না চোখের পলক অবস্থা হইয়াছে। উনিও নাকি ব্লগার? কি এক লীলা বটি দাঁ কুড়াল নাকি কি নাম তাহার।
কথায় শুনিলাম যে বটি দাঁ কুড়ালের নাকি একটি পোষ্টে এমন ইংগিত আছে। মাথা এইবার পুরাই আউলা ঝাউলা।
এই দাদিমাও ব্লগ দিয়া ইন্টারনেট চালায় !! আমি আমার এই গেবনটা রাখিবই না। কিন্তু এনারা চলিতেছেন কোথায়?
14

অবশেষে তাহাদের শাহবাগ অভিমুখে যাত্রার আসল উদ্দেশ্য জানিতে পারিলাম। দুইখান টেবিলে বসিয়া ভালোই
ভুঁড়ি ভোজ করিয়াছেন এনারা। ব্লগ লেখিলেই যে এমন খাওয়া খাওন যায়, তাহা আমার ধারণাই ছিল না।
ইশ কেন যে ব্লগার হইলাম না 🙁 হিংসিত হইয়া সবার খাবারের দিকে লোভ লাগাইয়াছি।
কাহারো পেটের পীড়া হইলে অত্র ওয়াচম্যান দায়ী নহেন।
15 16

এই লেখায় যে সমস্ত ব্লগারগনের ফটো আছে, সবার নাম এবং ব্লগ  লিংক সকলের সামনে প্রকাশ করা এখন সময়ের দাবী। সহসাই উহা প্রকাশ করা হইবে।
শুভ ব্লগিং।

১৭ ফেব্রুয়ারী ২০১৬

আড্ডায় অংশ নেনঃ  ৬ নং ফটো ঘড়ির কাঁটা আনুযায়ী-
খসড়া ,  মোশারফ হোসেইন ( জিসান শা ইকরাম এর বন্ধু ), মুহাম্মদ আরিফ হোসেইন , হিলিয়াম এইচ ই , আবু খায়ের আনিস , নাজমুল আহসান , নাজমুল আহসান এর বন্ধু , জিসান শা ইকরাম , নাসির সারওয়ার , ছাইরাছ হেলাল , কবি ফায়াদ চৌধুরী ,
ড্রথি চৌধুরী
৯ নং ফটোঃ আবিদা মাসুদ ( জিসান শা ইকরাম এর বন্ধু )
১১ নং ফটোঃ ...............
১৩ নং ফটোঃ ব্লগার এনায়েত উল্লাহ (আমার ব্লগ) , লেখক ব্লগার বন্দনা কবীর , প্রাক্তন ব্লগার শাহনাজ( আমার ব্লগ )

0 Shares

৭৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ