বিচ্ছেদ

পপি তালুকদার ১ মার্চ ২০২১, সোমবার, ১১:০১:০৬অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

 

উদাস দুপুরে দক্ষিণ সমীরণে মন হঠাৎ কেমন কেমন করে।
তাহারে ভাবিনা আমি, তাহাতে ডুবি না আমি।
অতঃপর তাহারি জন্য হৃদয় ব্যথিত হয় গোপন করিডোরে।
বিচ্ছেদ আমার করিয়াছে পর তাহারি দ্বার হতে,
কেমনে আমি পুষিব আমি হৃদয়ের ক্ষত টারে।

অক্ষি হতে পড়েছিলো তাহার রক্ত অশ্রু জল,
হৃদয়ে তাহার বয়েছিলো বৈশাখী ঝড়,
মস্তিষ্ক তাহার হয়েছিল মাতাল,
তবুও মুখে বলেছিল তুই আমার পর।

আমারো হৃদয় খানি শত সহস্র টুকরো করিয়া
তাহারি লাগিয়েছি জোড়া।
বিচ্ছেদ আমার মানিতে চায় না অজস্র বার ভাবিয়া।
কেমনে আছে  সুজন আমারে ছাড়িয়া!

ছবিঃ গুগল

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ