হে মহান শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা,
আপনাকে বহুদিন-বহুভাবে খুঁজেছি/খুঁজি,
যেমন খোঁজে আপনার আরও সৃষ্টির শ্রেষ্ঠরা,
আপনি নিশ্চয়ই জানেন /নিশ্চিত জানেন, কে-কেন আপনাকে খুঁজে,
পেতে চায় প্রাণের করে;

হে সর্বশ্রোতা প্রভু,
আপনাকেই ডাকি/ডেকে যাই
সারাক্ষণের মনে মনে, চেতনায়-অবচেতনে,
যেমনটি করে ডেকে যায় আরো-আরো সব্বাই,
আপনি ই জানেন এ ডাক কিসের-কেন!

হে নিরাকার লা-শরিক,
আপনি কারোরই দৃষ্টিতে দৃশ্যমান নন,
তবুও আমি আপনারই দিদার চাই বারেবার-বারবার,
অস্তিত্বের দৃঢ়তায় আপনিই আমার প্রত্যাশিত অবয়ব,
রুহের অন্ধকারে, অন্ধকারের বিভীষিকায়
করুণার দর্শন চাই এই জনমে-পরজনমেও।

হে মহান করুণাময়
আপনার করুণা চাই অন্য আর সবার মতন
অসহায় দু'হাত তুলেছি আপনার দ্বারে,
চতুর-চঞ্চল নৈপুণ্যের ধৃষ্টতা ভুলে
চেয়েছি কেবল অসহায়ত্বের নিষ্কৃতি।

হে প্রজ্ঞাময়,
ধন-জন-জ্ঞান-ধ্যানে,
ভক্তি-আনুকূল্যে সাড়া দিন,
পাপ-শাপ-অনুতাপ বইবার/সইবার শক্তি দিন,
আরো দিন নুন্যতম করুণা।

হে আমার রব,সর্ব শক্তিমান রাহমানুর রাহিম,
ক্ষমা করুন,
ক্ষমা করুন আপনার আপন অধিষ্ঠিত পরম-ক্ষমার ক্ষমতায় সারাক্ষণ।

 

★ছবি- নেট থেকে নেয়।

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ