পরিচয়পত্র কই?//

বন্যা লিপি ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৪:০৬:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য

যাবার যখন সময় হবে!

যখন ছাড়তে হবে সবই;

যেভাবে এসেছিলাম..

যেতেও হবে সেভাবেই,

তবে আর থাকবে কেন

তাম্রপাতায় প্রতিলিপির অক্ষর?

তামাম স্মৃতীর বোঝাপাট্টা গুটিয়ে নিয়ে নিজ হাতে জ্বেলে দিয়ে পোড়ানো আগুন!  মুছে দিয়ে যাবো কখনো ছিলাম কোথাও।

না তোমার অস্তিত্বে, না তোমার ছায়ায়, না তোমার স্মৃতির ফুলদানীতে।

কোথাও রবোনা যখন ; থাকবো না মনেও তোমার। না তোমার দলিলে, না তোমার সম্পদে, না তোমার ব্যাংকের এ্যাকাউন্ট নমিনি'তে। নিজেকে রেখেছিলাম কিভাবে  তোমার কাছে একটু ভেবো তখন নির্জনে। অনেক করেছি বিতণ্ডা, অনেক করেছি তর্কের ঝগড়া। দিনশেষে আবার ভুলেছি.....  থেকে যাবার শর্তে।

তবু, থাকিনি কোথাও

না, ঘরে, না মনে, না আসবাবের কোনো ইঞ্চি ধুলোর শরীরে, আলমারির কোনে বিয়ের বেনারশীর ভাঁজে, পুরোনো গহনার নকশায়....থাকিনি বোধহয় কোথাও! খুঁজবে কি তখন তন্ন তন্ন করে প্রতিটি রেখে যাওয়া অদৃশ্য পায়ের ছাপে? আজ যখন জানতে চাইলে--" তোমার পরিচয়পত্র কোথায়? ওটা প্রয়োজন। স্থির দৃষ্টি কোনো জবাব দিতে ভুলে গেছে।

কোথায় আমার পরিপত্র?

হারিয়ে ফেলেছি।

থাকতে চাইনা আর কোথাও কোনোভাবে কোনো পরিচয়ে।

যখন যেতেই হবে সব ছেড়ে।রাখব না আর কোনো স্মৃতি মনে রাখার তরে।

ফটো: গুগল ইমেজ

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ