: তোমার জানালায় অনেক শব্দ রেখে যাবো।

-আমি কালো কাঁচের শার্শি খুলে দিয়ে তুলে নেবো শব্দের বৈচীদানা। একটার পর একটা সুতোয় গেঁথে নেবো ভাষা কাব্যের মালা।

:তোমার চুলে রেখে যাবো হাত।

- এলো চুলে নির্বাক শব্দে থির হয়ে দেখবো দূরের আকাশ। ভুলে যাবো কোথাও কখনো আগেও বেজেছে সারেঙ্গীর সুরতাল!

: হাতে রেখে যাবো আমার আঙুল।

--ছোঁয়াটুকু থেকে যাবে গহিনের বন্দরে!

:তোমার আঁচলে রেখে যাবো আদর

--বিমূর্ত সময় থমকে যাবে অসময়ের সমতার ফিসপ্লেটে। মুখবন্ধ উচ্চারনে আওড়ে যাবে শালিক আর চড়ুইয়ের সঙ্গীত।

: দৃষ্টিতে রেখে যাবো কায়া
তোমার হৃদয় ছিনতাই করেছে কেউ?
নাহলে রেখে যাবো মায়া।

-- রূপকথার গল্পেরা জ্বালাবে নীলচে আলোর ছায়া। যেথা প্রহরের গুঞ্জণে উঠবে জেগে প্রাচীণ সাঁঝমায়ার বাতি।
পাঁজরের কাছে কান পেতে জেনে নাও, ওইখানে কে গড়েছে নিবাস অলক্ষ্যে এসে!

: তোমার নূপুরে রেখে যাবো হৃদয়ের ছন্দ;

--আলতা রাঙা হয়ে উঠবে অবাধ্য শৃংখলে বাঁধা পায়ের গোড়ালি। জলছাপ শাড়ির আঁচল গুজে কোমড়ে উঠবে নেচে সবুজ কিশলয়ের বুকে বৃষ্টি যেমন আছড়ে পড়ে!

: কাঁধে রেখে যাবো ঘামের গন্ধ। চিবুকে রেখে যাবো আমার স্পর্শ!

--ঋদ্ধ হবো বারে বারে। হবো ঝিলের জলের ফোঁটা জলপদ্ম। তবু থেকেই যাবো অধরা আকাশের প্রাহরিক কাব্য হয়ে।

: তোমার সিথানে রেখে যাবো অপরাজিতা। পায়ের কাছে রেখে যাবো নিশির শিশির।

--থেকে যাবো অনন্তকালের মেঘবালিকা। শিশিরে ভেজাবো আধেক তৃষ্ণার অধর! তোমার কন্ঠ আমি একটা জীবন ধরে চাই। দিও অজস্র ব্যাথা আর লম্বা ছুটির অবসর । তবু বলোনা আলবিদা।

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ