একটু বৃষ্টির অপেক্ষা,
ঝুম বা ঝিরঝিরে সে যেটুকু যেভাবেই
আসুক-না-কেন;
এক-প্রান্তর ধূসর প্রতীক্ষা নিয়ে
পায়চারী করি, দাঁড়াই, বসি,
শুয়ে-ও থাকি, আস্তে-সুস্তে;

শীতল-পরশ সুদিনের অপেক্ষায়,
তারুণ্য-খচিত ভাবলেশহীনতায়,
জুড়াবে চক্ষুদ্বয়, জুড়াবে প্লাবন-হৃদয়;

জানালায় গলা বাড়িয়ে দিয়ে
চোখের পলকে তারস্বরে রটিয়ে
দিতে ইচ্ছে করে, উত্তেজক কিছু
সঙ্গ-যাত্রার গোপন-গভীর গল্প,
ঈষৎ সাজিয়ে-গুছিয়ে, ফুলিয়ে-ফাঁপিয়ে;

মঠ-বাসী সন্ন্যাসীর রঙ্গন-হৃদয়ে
আলগোছে ছুঁয়ে যায়,
মুঠোমুঠো সুঘ্রাণ শীতল-বৃষ্টি।

ছবি নেটের

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ