সোনালী হেমন্ত

সাবিনা ইয়াসমিন ২৩ নভেম্বর ২০২০, সোমবার, ০৪:০৯:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

চাঁদের আকাশ নাকি আকাশের চাঁদ ঐ প্রশ্ন এখন অবান্তর, এখন শুধু আকাশ দেখি।
মেঘের সাথে আড়ি করার পর দেখিনি ভুলে
ক’ফোটা বৃষ্টি-জলে উর্বর হয় বদ্ধভূমি,

নিঃশ্বাসে মেপে দেখিনা কতোটা নিবিষ্ট বিন্দু পাওয়া হলে আরক্ত জমিনে ভাসে স্নিগ্ধ মাটির সুবাস,

ঠিক কতখানি বইবার পরে প্লাবিত হবে ঝড়-উল্লাস!
জ্বলে-জ্বালায় অঙ্গারে সোনা হয় রুপোলী নদী;
প্রশ্ন গুলো প্রশ্নের আড়ালে থাকে, লা-জবাব সন্ধি শর্তে,
সব প্রশ্নের জবাব খোঁজা অবান্তর..

প্রতীক্ষা সেদিনের যেদিন ফুরিয়ে যাবে তোমার উপেক্ষারা, আমার ফুরাবে অন্তহীন আক্ষেপ,
অযুহাত গুলো অনুতপ্ত হবে অন্তঃদগ্ধে পুড়ে,
অপেক্ষারা ঠাঁই নিবে অতীতের চিলেকোঠায়..।

 

* অ-কবিতা
* ছবি - আমার।

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ