
চাঁদের আকাশ নাকি আকাশের চাঁদ ঐ প্রশ্ন এখন অবান্তর, এখন শুধু আকাশ দেখি।
মেঘের সাথে আড়ি করার পর দেখিনি ভুলে
ক’ফোটা বৃষ্টি-জলে উর্বর হয় বদ্ধভূমি,
নিঃশ্বাসে মেপে দেখিনা কতোটা নিবিষ্ট বিন্দু পাওয়া হলে আরক্ত জমিনে ভাসে স্নিগ্ধ মাটির সুবাস,
ঠিক কতখানি বইবার পরে প্লাবিত হবে ঝড়-উল্লাস!
জ্বলে-জ্বালায় অঙ্গারে সোনা হয় রুপোলী নদী;
প্রশ্ন গুলো প্রশ্নের আড়ালে থাকে, লা-জবাব সন্ধি শর্তে,
সব প্রশ্নের জবাব খোঁজা অবান্তর..
প্রতীক্ষা সেদিনের যেদিন ফুরিয়ে যাবে তোমার উপেক্ষারা, আমার ফুরাবে অন্তহীন আক্ষেপ,
অযুহাত গুলো অনুতপ্ত হবে অন্তঃদগ্ধে পুড়ে,
অপেক্ষারা ঠাঁই নিবে অতীতের চিলেকোঠায়..।
* অ-কবিতা
* ছবি – আমার।
৩৩টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
চাঁদের আকাশ নাকি আকাশের চাঁদ ঐ প্রশ্ন এখন অবান্তর, এখন শুধু আকাশ দেখি।
মেঘের সাথে আড়ি করার পর দেখিনি ভুলে
ক’ফোটা বৃষ্টি-জলে উর্বর হয় বদ্ধভূমি,
সত্যিই আকাশটা কার চাঁদের না নাকি আকাশের চাঁদ।
হেমন্তের বুক ছোঁয়ে নামুক সদ্যজাত বৃষ্টি ফোটা।
ভালো লাগলো পড়ে, দিদি।
সাবিনা ইয়াসমিন
প্রথম মন্তব্যর জন্য শুভেচ্ছা তোমাকে।
খুব সুন্দর করে বলেছো। অনেক ধন্যবাদ 🌹🌹
কামাল উদ্দিন
আপনার উপর হেলাল ছাইরাছ ভাইয়ের ভুত নাযিল হইছে মনে হয়। মনে হলো যেন ওনারই লেখা কবিটা পড়লাম। আসলে সবই কবিতা কিনা কে জানে!! ( অ-মন্তব্য)
কামাল উদ্দিন
কবিটা = কবিতা
সাবিনা ইয়াসমিন
মহারাজ হলো কবিদের উপর রাজ করেন, আর আমি নিতান্তই অ-কবি। তার লেখার ছাঁপ এটায় পেলেন! বুঝেছি, লেখা ভালো হয়নি 🙁
কামাল উদ্দিন
তারমানে আপনি বলতে চাচ্ছেন মহারাজের কবিতাগুলো ভালো হয় না!!
সাবিনা ইয়াসমিন
বিপদে ফেললেন দেখছি!
এই প্রশ্নের জবাব কীভাবে দেই 🤔
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছোয়া মুগ্ধ হইলাম কবি আপু
সাবিনা ইয়াসমিন
আপনাকে মুগ্ধ হতে দেখে আমিও যারপরনাই খুশি হয়েছি লিটন ভাই। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
শামীম চৌধুরী
একদম সঠিক বলেছেন।
সকল প্রশ্নের জবাব খোঁজা অবান্তর।
অসাধারন লেখনী।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাইজান। অনেক ভালো থাকুন, শুভ কামনা অবিরাম 🌹🌹
তৌহিদ
কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। কিছু আবেগ প্রস্ফুটিত হয় না মনের গহীনে রয়ে যায়। কিছু উচ্ছ্বাস বুঝে নিতে হয় ভালোবাসা দিয়ে।
অজুহাতগুলো কোন একদিন ফুড়িয়ে যায়, সেদিন সেখানে রিক্ততা নয় ভালোবাসা বিরাজ করে।
চমৎকার লিখেছেন আপু, ভালো থাকুন সবসময়।
সাবিনা ইয়াসমিন
আপনার মন্তব্য সব সময়ই অনুপ্রেরণাময়। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন তৌহিদ ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“প্রতীক্ষা সেদিনের যেদিন ফুরিয়ে যাবে তোমার উপেক্ষারা, আমার ফুরাবে অন্তহীন আক্ষেপ,
অযুহাত গুলো অনুতপ্ত হবে অন্তঃদগ্ধে পুড়ে,
অপেক্ষারা ঠাঁই নিবে অতীতের চিলেকোঠায়..।“
যেমনি মিলে যায় সোনালী হেমন্ত
অ-কবিতার পাতায় পাতায়।
ভালই লাগলো। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা, তাই যেন হয় 🙂
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
সব প্রশ্নের উত্তর খোঁজাটাই বোকামি। উপেক্ষা, আক্ষেপ যেদিন ফুরাবে সেদিনই ভালোবাসা পূর্ণতা পাবে, সুখের পায়রা বাকবাকুম করবে অষ্টপ্রহর। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। চমৎকার অ-কবিতা এর জন্য অফুরন্ত ধন্যবাদ ও ভালোবাসা।
সাবিনা ইয়াসমিন
বোকামি হচ্ছে জেনেও আমরা কেন যে সব প্রশ্নের উত্তর খুঁজি! এতে শুধু সময়ই নষ্ট হয় না, মানসিক অসুস্থতা বেড়ে যায়।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, শুভ কামনা অবারিত 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
অপেক্ষা, উপেক্ষা সব শেষ হয় না। প্রশ্নগুলো অবান্তর প্রশ্ন মনে হলেও আমরা তাই খুঁজি কারন না পাওয়াই এক সময় অবান্তর হয়ে যায়।
অসাধারণ অ- কবিতা।🌹🌹
সাবিনা ইয়াসমিন
“প্রশ্নগুলো অবান্তর প্রশ্ন মনে হলেও আমরা তাই খুঁজি কারন না পাওয়াই এক সময় অবান্তর হয়ে যায়” জটিল মন্তব্য দিলেন! কি জবাব দিবো ভাবতে হবে 🤔
সঞ্জয় মালাকার
সত্যি সকল প্রশ্নের জবাব খোঁজা অবান্তর।
চমৎকার লিখেছে দিদি।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
প্রশ্নের মাঝে উত্তর লুকিয়ে হন্যে হওয়া,
সুখ-উপসর্গের মত,
বিমূর্ত-প্রাণের কোকিল ডাক দূর থেকেও
শুনতে পায় পাড়া-প্রতিবেশীরা,
আয়না-নিখুঁত সমান্তরালে মেঘ-সংখ্যা
গুণে নেয়া যায়।
সাবিনা ইয়াসমিন
গজ-ফিতেয় মাপা হয়নি প্রশ্ন আর জবাবের দুরত্ব,
জানা হলো না, প্রশ্নের মাঝে যদি থাকতোই জবাব
তবে প্রশ্ন চিহ্নের কিই-বা গুরুত্ব!
সুখের অসুখ বড্ডো ছোঁয়াচে,
পাড়া-কুটম জ্বলে যায় সুউষ্ণ বায়বীয় আঁচে.
মেঘের আয়নায় কেবলই ধোয়াশার জুয়াচুরি,
টোকায় চৌচির মূহমূর্হতেই…।
ফয়জুল মহী
নান্দনিক শব্দ চয়ন ,অত্যন্ত সাবলীল ভাবে সাজানো লেখাটি । ভীষণ ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
অশেষ ধন্যবাদ মহী ভাই। ভালো থাকুন সারাক্ষন।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
চমৎকার অকবিতা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
অপূর্ব লেখা উপহার দিলেন কবি
শুভকামনা রইল সতত
সাবিনা ইয়াসমিন
আমি কবি নই 🙁
মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
উপেক্ষা খুবই খারাপ, এটি মেনে নেয়া যায় না,
যদিও মন খারাপ হয় এতে।
অপেক্ষা শেষ হওয়া উচিত না, অপেক্ষাদের আদর করে লেপ কম্বল দিয়ে ঘুম পারিয়ে রাখা ভালো।
কবিতা অনেক ভালো হয়েছে,
ছবিটার দিকে তাকিয়েই আছি, খুবই সুন্দর।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
বুঝতে পারছি না আপনি কি লেখাটি পড়ে কমেন্ট দিলেন নাকি সবার মন্তব্য পড়ে! যাইহোক কমেন্ট করার জন্য অবশ্যই ধন্যবাদ 🙂
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
দালান জাহান
“সব প্রশ্নের জবাব খোঁজা অবান্তর”
সাবিনা ইয়াসমিন
আসলেই। কিছু প্রশ্ন প্রশ্নতেই আবদ্ধ থাকুক 🙂
ধন্যবাদ কবি। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹