
এ প্রগাঢ় প্রায়োপবেশন অলক্ষ্যে কি করে মোর রয়-
যেখানে রতি জীব্য দিব্য- মম মর্মে তুলেছে প্রলয়
সংশয়ে সংকল্প না চ্যুতি- সুদীর্ঘ যামিনী টুটি
মুসাফির চলেছি ছুটি- ধরনী দিয়েছে মোরে ক্ষনিক আশ্রয়।।
তৃতীয় প্রহরে নিশী- সহসা বাড়িলো বেগ সাইমুম ঝড়ে
বালুকা বৃষ্টি তোড়ে দিগ্বিদিক ভুলি আমি রইলাম সেথা পড়ে
ঈশানে উঠেনি জেগে মায়ময়ী শুকতারা ভেনাসের-লালপেড়ে শাড়ি,
মরুর তরণী ধরি মুসাফির রইলাম পড়ি দিতে হবে দুর্যোগ ভরা সুদীর্ঘ পথ পাড়ি।।
কি আসু কি আশু মৃত্যু অনিবার্য শ্বাপদ ভরা সাহারার ঐ পথ
বৈভবের তলানী শূণ্য; কি অরন্য- অসামান্য নির্ভীক সে দ্বৈরথ
প্রতিপক্ষ প্রকৃতির ঐ হন্যে হওয়া মাতাল হাওয়ার ‘লু
তান্ডবে তার দায় যে ভীষণ দেহের সাথে মনের বাঁধলো ক্যু।।
তবুও চলেছি অধীর যাত্রা মম অন্য কোন উপায় যে আর নাই
বেদুইন এই রাত পেরিয়ে তাহার দ্বারে পৌঁছে যাবো আমি যে সহসাই,
এ আঁধার রাতে রিক্ত দুহাতে- আমি ছুটে যাই তার তরে-
যাহার অপার প্রেমের সিন্ধু বিশদ বিন্দু পোষা মোর অন্তরে ।।
২৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অপার প্রেমের টানে বেদুইন রাত পেরিয়ে রিক্ত দুহাতে প্রেমিক পৌঁছে যাবেই প্রিয়জনের কাছে। ধন্যবাদ ভাইয়া। পূর্ণতা পাক সব কামনা
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ আপু ❤️
সাবিনা ইয়াসমিন
তবুও চলেছি অধীর যাত্রা মম অন্য কোন উপায় যে আর নাই
বেদুইন এই রাত পেরিয়ে তাহার দ্বারে পৌঁছে যাবো আমি যে সহসাই,
এ আঁধার রাতে রিক্ত দুহাতে- আমি ছুটে যাই তার তরে-
যাহার অপার প্রেমের সিন্ধু বিশদ বিন্দু পোষা মোর অন্তরে ”
এগুলো বাদে আমি এই কবিতার শব্দার্থ খুব বেশি বুঝিনি 🙁
অনন্য অর্ণব
আপু💔💔
সাবিনা ইয়াসমিন
হার্টা ছেঁড়ার কি দরকার!
“আরও কয়েকবার পড়তে চাই”
বুঝিনির মানে কিন্তু এটাও বোঝায় 😊😊
অনন্য অর্ণব
আমার বইনের বুঝতে কষ্ট হচ্ছে,,, আর আমি কষ্ট পাবো না তা কি হয় আপু❤️
বন্যা লিপি
জীবনের যাপন চিত্রের করুন বর্ননা নাকি, আমাদের সমসাময়িত ঘটনাবহুল চালচিত্র! “তবুও চলেছি অধীর যাত্রা মম উপায় যে আর নাই” যেন আমাদেন রয়ে-সয়ে বেঁচে যাওয়া চিত্র!
বাপরে বাপ! দাঁত আর একটাও থাকপে না! আরো একজন হাজির দাঁত ভাঙ্গার তালে😑😑😊😊
অনন্য অর্ণব
মানুষ চিরায়ত প্রেমের পূজারী। কোন এক প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে, পথিমধ্যে হাজারো বিপদ আপদ শ্বাপদ সংকুল পথ পেরিয়েই তাকে যেতে হবে। এখানে মরুভূমি কেবল রূপক অর্থে, পথিকের জীবনটা অনেকটা মরুভূমির মতোই নির্জীব, তার উপর নানান ঝড় ঝঞ্ঝার মোকাবেলা ও করতে হচ্ছে। তবে একদিন পথিক ঠিকই পৌঁছে যাবে তার কাঙ্খিত গন্তব্যে। হতে পারে সেটা তার জীবনের অন্তিম মুহূর্তে, তবুও সে যাবেই। ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
মম মর্মে তুলেছে প্রলয় তুফান
লাল-পেড়ে-শাড়ী শুধুই প্রহেলিকা,
সাইমুম ঝড়ে দিকহারা মুসাফির খুব-ই একা;
রতি-হীন যামিনী টুটে-ফুটে যায়
মুসাফির শুধুই তড়পায় সাহারা সাহারায়…………
অনন্য অর্ণব
আর এভাবেই একদিন মুসাফির পৌঁছে যাবে ঊষার দিগন্ত পারে…
সাবিনা ইয়াসমিন
মহারাজ, এই কমেন্ট আগে দিলেই পারতেন। তাহলে আমি কবিতাটা পানিরমত বুঝে খেয়ে ফেলতাম 🙁
ত্রিস্তান
আপু এই কমেন্ট টা মহারাজের পরের কবিতার অংশ বিশেষ। আপনি মহারাজের পরের পোস্টটা দেখেন, এই লাইনগুলো ওখানে থাকবেই।
নৃ মাসুদ রানা
তৃতীয় প্রহরে নিশী…
অনন্য অর্ণব
ধন্যবাদ দাদাভাই 😍
ফয়জুল মহী
অনন্যসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
অনন্য অর্ণব
শুভ কামনা নিরন্তর 😍
মনির হোসেন মমি
মন্তব্য পড়িয়া ইহাই বুঝিতে পারিলাম ইহা এক জটিল প্রেমদর্শনে প্রেম উপখ্যান যার মর্মভেদ দুঃসাধ্য আমার। পাঠে মুগদ্ধ হলাম।
অনন্য অর্ণব
হা হা হা। দাদাভাই যে কি বলেন 😄😄
রেহানা বীথি
মরুতে ফুল ফুটুক, বয়ে যাক সুশীতল বাতাস। মুসাফির পাক ঠাঁই প্রেয়সীর প্রেমকুঞ্জে।
কবিতা দারুণ লেগেছে।
অনন্য অর্ণব
শুভেচ্ছা সতত আপু ❤️
সুরাইয়া পারভীন
উফফ! বাপরে বাপ কি কঠিন শব্দ চয়ন। একটাও ঘটে ঢুকলো না।
মুসাফির যদি ব্যর্থ হয় তবে লাল পেড়ে নীল শাড়ি পরা নিশীকে প্রহেলিকাই মনে হবে।
বাই দ্যা রাস্তা আপনার কবিতায় নীল শাড়ি ছিলো না
লাল পেড়ে নীল শাড়ি আমার পছন্দ কি না
অনন্য অর্ণব
আমি বেদুইন মুসাফির কে বলবো সে যেনো আপনাকে একখানা লালপাড়ের নীল শাড়ি উপহার পাঠিয়ে দেয়❤️❤️❤️
তৌহিদ
বেদুইন কখনওই ব্যর্থ হয়না। কি প্রেমে কি ঝড়ে ভেঙে পড়েনা নতজানু হয়ে। মরুর বুকে ফুল ফোটাবেই মুসাফির।
অনন্য অর্ণব
ভালোবাসা বুঝি এমনি হয় দাদাভাই 😍
কামরুল ইসলাম
চমৎকার লিখেছেন,
অনেক শুভ কামনা,
অনন্য অর্ণব
শুভেচ্ছা সতত 😍
দালান জাহান
অনন্য সুন্দর শাশ্বত
ত্রিস্তান
অনেক অনেক শুভকামনা ❤️