সাইমুম ঝড়ে মুসাফির

অনন্য অর্ণব ২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ১২:২৫:৫৭পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

এ প্রগাঢ় প্রায়োপবেশন অলক্ষ্যে কি করে মোর রয়-
যেখানে রতি জীব্য দিব্য- মম মর্মে তুলেছে প্রলয়
সংশয়ে সংকল্প না চ্যুতি- সুদীর্ঘ যামিনী টুটি
মুসাফির চলেছি ছুটি- ধরনী দিয়েছে মোরে ক্ষনিক আশ্রয়।।

তৃতীয় প্রহরে নিশী- সহসা বাড়িলো বেগ সাইমুম ঝড়ে
বালুকা বৃষ্টি তোড়ে দিগ্বিদিক ভুলি আমি রইলাম সেথা পড়ে
ঈশানে উঠেনি জেগে মায়ময়ী শুকতারা ভেনাসের-লালপেড়ে শাড়ি,
মরুর তরণী ধরি মুসাফির রইলাম পড়ি দিতে হবে দুর্যোগ ভরা সুদীর্ঘ পথ পাড়ি।।

কি আসু কি আশু মৃত্যু অনিবার্য শ্বাপদ ভরা সাহারার ঐ পথ
বৈভবের তলানী শূণ্য; কি অরন্য- অসামান্য নির্ভীক সে দ্বৈরথ
প্রতিপক্ষ প্রকৃতির ঐ হন্যে হওয়া মাতাল হাওয়ার 'লু
তান্ডবে তার দায় যে ভীষণ দেহের সাথে মনের বাঁধলো ক্যু।।

তবুও চলেছি অধীর যাত্রা মম অন্য কোন উপায় যে আর নাই
বেদুইন এই রাত পেরিয়ে তাহার দ্বারে পৌঁছে যাবো আমি যে সহসাই,
এ আঁধার রাতে রিক্ত দুহাতে- আমি ছুটে যাই তার তরে-
যাহার অপার প্রেমের সিন্ধু বিশদ বিন্দু পোষা মোর অন্তরে ।।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ