জৈবিক জীবন এবং সহিংস সভ্যতা

অনন্য অর্ণব ৩১ অক্টোবর ২০২১, রবিবার, ১২:৩৩:২২অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

যৌনতায় আমার পঞ্চমুখ সুখ

আমার শরীর মন মগজের রন্ধ্রে রন্ধ্রে যৌনতা

আমার ভীষণ খিদেও পায়,

সকাল দুপুর রাতে- নিয়ম করে খেতে হয় বাঁচার তাগিদে।

 

তোমরা ল্যাম্পপোস্টে রেডিয়াম বাতি লাগাও

আবার চারদেয়ালের ঘরে খুশবু ছড়িয়ে অপেক্ষা করো-

নীলাভ আলোয় উলঙ্গ দেবালয়ের ক্ষুদার্ত মন্দিরে

রতিরহস্য আবিষ্কারের ব্যর্থ প্রচেষ্টায় নিস্তেজ হও ।

 

অথচ আমার কেবল একটুকরো অন্নপূর্ণা যোনী

তিলোত্তমা শরীরের নিখুঁত আকর্ষণ - উপজীব্য, কাম

তোমাদের ধৈর্যচ্যুতি; অবাঞ্ছিত স্খলন,

জৈবিক পরিতৃপ্তিটাও ঠিকঠাক দিতে পারো না ।

 

আমি মুখোশ পরি- রোজ রাতে বের হওয়ার আগে,

মুখোশ পরা সভ্যতার মুখোশ খুলে রাতভর দেখি -

মুখোশের অন্তরালে অসভ্য আদিমতা কতখানি তার

তোমরা কেবলি দেখো- কতটা বুভুক্ষু আমি কতটা নির্ভার।

 

ফটো : সোনেলা ব্লগ থেকে

 

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ