ফিরো এসো তবে

অনন্য অর্ণব ৬ অক্টোবর ২০২১, বুধবার, ০৫:০৪:৩৩অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

হঠাৎ কোথায় যাও হারিয়ে আবার ফেরো সাঁঝে-
লুকোচুরির নিত্য খেলায় বিয়োগের সুর বাজে -
কত আপন ! পরের ভীড়ে বোঝাই কেমন করে ?
তোমার অনেক ব্যথার দান এই পাথুরে অন্তরে ।

সকল খেলায় হারি আমি জেতার ঘর যে খালি
ভাঙ্গন যখন হয় শুরু তার নেয় কি জোড়ার তালি
অনেক আশার প্রদীপ যখন সলতে পোড়ায় ধুঁকে
শীতল পরশ বাড়ায় ব্যথার অনল অসীম বুকে ।

রক্তে তোমার নেশা আমার ঘুম কেড়ে নেয় রাতে
অপেক্ষার ঐ হাজার প্রহর ভাঙবে কোন প্রভাতে
বিন্দু আমার প্রেমের চিহ্ন জীর্ণ সরল মন
সবটা জুড়েই ছিলে- আজো ভীষণ প্রয়োজন ।

উদাস তুমি চাওনি পেতে দাওনি ধরা কভু
উপেক্ষার ঐ তীক্ষ্ণ বাণে জর্জরিত তবু -
প্রহর গুণে কাটাচ্ছি এই হেলায় মগ্ন প্রাণ
সময় পেলেই এসো আমার একটাই আহ্বান ।

 

ফটো : Afreen

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ