
১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতার মৃত্যু পরবর্তী সময়ে কেউই চিন্তা করতে পারেনি - এই বাংলাদেশে আবার বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হবে।
১৯৭১ এর ১৬ ডিসেম্বর এর পর যেসব শকুন পালিয়ে ছিল- তারা সব বেড়িয়ে আসতে লাগলো । ১৫ আগস্ট ভোরেই মৃত্যুর উল্লাস মিছিলে নেতৃত্ব করতে দেখেছি - পালিয়ে থাকা রাজাকার,শান্তি কমিটি আর মুসলিম লীগ নেতাদের। ওই কিশোর বয়সেই তখন বুঝে গিয়েছি- জাতীয় পতাকা খামচে ধরা সেই পুরান শকুনদের আবার উত্থান হচ্ছে। রাজাকাররা ৭৫ এর পনেরই আগস্ট সেই যে গর্ত থেকে উঠে এলো তাদের আর গর্তে নেয়া গেলো না। ৯৬ সন পর্যন্ত তারা বীরদর্পে বিচরন করে শিকড় মজবুত করেছে, তাদের শিকড় আর উপরে ফেলা গেলো না।
তারপরেও -
যে দেশের পাখিরা গান গায় বঙ্গবন্ধুর নামে
যে দেশের বাতাসে মিশে আছে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ
সে দেশে কার সাধ্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ?
কে আছেন এমন বাঁশিওয়ালা!
যিনি সমগ্র জাতিকে এক সুরে একতাবদ্ধ করতে পারবেন ?
আজ এই দিনে জাতির পিতার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা ।
Thumbnails managed by ThumbPress
৩১টি মন্তব্য
ইঞ্জা
খুবই ছোট ছিলাম তখন, মাত্র পাঁচ বছর বয়স, যখন কলেজে উঠলাম তখন থেকে মনে প্রাণে বঙ্গবন্ধু, আজ তার প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।
জিসান শা ইকরাম
আমি তখন ক্লাস এইটে পড়ি, সব স্পস্ট মনে আছে।
জনগনের মধ্যে আতংক, আর এর মধ্যে হায়েনাদের উল্লাশ।
ইঞ্জা
এখন বুঝি কতবড় বাস্টার্ড ছিলো, এরাই ছিলো আসল পাকি।
জিসান শা ইকরাম
রাজাকাররা ৭৫ এর পনেরই আগস্ট সেই যে গর্ত থেকে উঠে এলো তাদের আর গর্তে নেয়া গেলো না। ৯৬ সন পর্যন্ত তারা বীরদর্পে বিচরন করে শিকড় মজবুত করেছে, তাদের শিকড় আর উপরে ফেলা গেলো না।
ইঞ্জা
এই দুঃখ কই রাখি ভাইজান? 😤
ছাইরাছ হেলাল
বিনম্র শ্রদ্ধা তাঁকে এই দিনে।
জিসান শা ইকরাম
আন্তরিক শ্রদ্ধা জাতির পিতার প্রতি।
রেহানা বীথি
এমন বাঁশিওয়ালা কেউ নেই আর!
বিনম্র শ্রদ্ধা
জিসান শা ইকরাম
নেই এমন কেউ, আর আসবে বলে মনে হয়না।
আন্তরিক শ্রদ্ধা তাঁর প্রতি।
মোঃ মজিবর রহমান
আজ যেভাবেই হোক জাগ্রত বাংলার সমাজ। আর কোন নেতা হইত আসবেনা বাংগালী জাতিকে একত্র করতে। আজ তার বেদেহি আত্বার প্রতি রইল শ্রধা।
জিসান শা ইকরাম
এমন নেতা আমরা আর পাবোনা,
আমরা অকৃতজ্ঞ জাতি, এমন নেতাকে মেরে ফেলেছি।
সাবিনা ইয়াসমিন
শকুনেরা মরে যায়, রেখে যায় অসংখ্য শাবক। তারাই এখন স্বদর্পে ঘুরে বেড়ায়। তবে, মৃতদেহ ভক্ষণ করেই যাদের জীবন বাঁচে তাদের স্থান অন্ধকারেই হয়। শকুন বিলুপ্ত হবার নয়।
যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন মানুষ বাংলাকে আঁকড়ে রাখবে ততোদিন পর্যন্ত বাঙালী ভুলবেনা এই মহাত্মাকে। কাল শ্রেষ্ঠ বঙ্গবন্ধু অক্ষয় হয়ে থাকবেন আমাদের চেতনায়,স্বাধীনতায়। বিনম্র শ্রদ্ধা তার বিদেহী আত্মার প্রতি।
জিসান শা ইকরাম
খুনীদের ঐ সময়ে জাতির সূর্য্য সন্তান বলা হয়েছিল। যদি তারা সুর্য্য সন্তানই হতো তবে তাদের স্থান হতো মানুষের মাথায়, ইদুরের মত গর্তে লুকিয়ে থাকতে হতো না।
মিরজাফর, মোশতাকদের পরিনতি এমনই হয়।
বিনম্র শ্রদ্ধা পিতার প্রতি।
আরজু মুক্তা
বঙ্গবন্ধু কোন দলের নয়। তিনি সবার।
বিনম্র শ্রদ্ধা।
জিসান শা ইকরাম
হ্যা তিনি আমাদের সবার।
শ্রদ্ধা তার প্রতি।
তৌহিদ
জাতির পিতার নাম বাঙ্গালি জাতির হৃদয় থেকে কখনো মুছে ফেলা সম্ভব নয়। দুঃখ হয় যাদের তিনি বিশ্বাস করতেন, ভালোবাসতেন তারাই তাঁকে হত্যা করে।
এ লজ্জা আমাদের সবার। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
জিসান শা ইকরাম
বিশ্বাসঘাতক মীরজাফর আপন লোকেরাই হয়৷
শ্রদ্ধাঞ্জলি পিতার প্রতি৷
তৌহিদ
সহমত ভাইজান।
মাসুদ চয়ন
স্বাধীনতার লাভের আগে থেকে শুরু করে স্বাধীনতা লাভ পর্যন্ত বঙ্গবন্ধু অধ্যায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা।এদেশ স্বাধীন হতোনা ওনার এৈকান্তিক আত্নত্যাগ ব্যতীত।কিন্তু এর পরের ইতিহাস সম্পুর্ণ রাজনৈতিক।স্বাধীনতার পরের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নেই আমার।
জিসান শা ইকরাম
এটি আপনার ব্যাক্তিগত ব্যাপার৷ তবে আমার মনে হয় এ বিষয়ে আপনার পড়াশুনা করা উচিত৷ বাঁশের কেল্লার পোস্ট নয়, এর বাইরে আরো অনেক কিছু আছে যা আপনি খুঁজে পড়তে চান না৷
শিরিন হক
বিনম্র শ্রোদ্ধা
জিসান শা ইকরাম
শ্রদ্ধা জাতির পিতার প্রতি৷
শামীম চৌধুরী
শোকের এই দিনে
পিতা তোমায় মনে পড়ে।
জিসান শা ইকরাম
বিনম্র শ্রদ্ধা জাতির পিতার প্রতি৷
জাহিদ হাসান শিশির
বঙ্গবন্ধু যদি আজো বেচেঁ থাকতেন,
তবে আমরা সেই কবেই সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ধরে ফেলতাম।
জিসান শা ইকরাম
পরিসংখ্যান বলে যে ৭১ থেকে ৭৫ পর্যন্ত দেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি ছিল, যা খুব কম মানুষই জানে৷
জাহিদ হাসান শিশির
মানুষকে জানতে দেয়া হয়নি।
মনির হোসেন মমি
বিনম্ভ্র শ্রদ্ধাঞ্জী।
এদেশের নোংরা রাজনিতীর কিছু নোংরা পাকি মনোভাবের মানুষ এই মহান নেতা লকে নিয়ে কটু কথা বা জাতির পিতা মানতে নারাজ।তবে তাদের দিন শেষ।
জিসান শা ইকরাম
এরা কখনোই জাতির পিতা হিসেবে বংগবন্ধুকে মানবে না৷
শ্রদ্ধা জাতির পিতার প্রতি৷
শাহরিন
অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। আহা এমন একজন যদি আবারও আসতেন!!
জিসান শা ইকরাম
আর এমন নেতা আসবেন না দেশে৷
বিনম্র শ্রদ্ধা জাতির পিতার প্রতি৷