মন খারাপের দেশে !

সুপায়ন বড়ুয়া ৩০ অক্টোবর ২০২০, শুক্রবার, ০১:০৩:২৪অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

মন খারাপের দেশে
মানুষ ভালবেসে।
ভাল কিছু চোখে পড়লে
লিখে ফেলি হেসে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
আলুর দাম ও চড়া।
সিন্ডিকেটের কারসাজিতে
সবাই দিশেহারা।

করোনার এই মহামারীতে
মনটা থাকে মরা।
দিন কেটে যায় এলোমেলো
কেমন ছন্নছাড়া ?

উৎসব আসে উৎসব যায়
দিনটা থাকে পরে।
আয়োজনের কমতি থাকে
পরে না কোন সাড়া।

কষ্ট যাদের নিত্য সাথি
সুখটা খুঁজে বেড়ায়।
অলস সময় কাটায় যারা
জীবনটাকে হারায়।

একাকীত্বে জীবন কাটে
বিষন্নতায় ভোগে।
জীবনটাকে হারিয়ে বসে
নানান রোগে শোকে।

হতাশার ডুব সাগরে
মানুষ যখন ভাসে।
শত্রু মিত্র সবাই মিলে
মুখ ভেংচিয়ে হাসে।

তাইতো আমি সুযোগ খুঁজি
মুচকি করে হেসে।
ভাল কিছু খবর পেলে
লুফে নিই এসে।

কাঞ্চন জঙ্ঘার রূপটা দেখে
মনটা উঠে নেচে।
সুখ সাগরে হারিয়ে যাই
মন খারাপের দেশে।

স্বপ্ন মোদের পূরণ হবে
দেশটা যাবে এগিয়ে।
নিন্দুকের মুখ বন্ধ হবে
পালিয়ে যাবে লুকিয়ে।

সবার সাথে ভাগ করে যাই
থাকি সবার পাশে।
ভাল থাকার চেষ্টা করি
মন খারাপের দেশে।

ছবি : হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড় থেকে।
নেট থেকে

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ