
সোনেলার নতুন ভার্সন উন্মুক্ত করা হয়েছে। বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি কোডবেইজেও (Codebase) ব্যাপক পরিবর্তন করেছি।
বিশেষ বিশেষ পয়েন্টগুলো খেয়াল করুন।
১) প্রোফাইল ছবি
নতুন ভার্সনে আলাদা দৈর্ঘ্য ও প্রস্থের ছবি ব্যবহার করা হয়েছে। দয়া করে আপনার প্রোফাইলের ছবিটি পরিবর্তন করুন। চাইলে আগের ছবিটি মুছে দিয়ে পুনরায় একই ছবি দিতে পারেন।
২) উইজেট
ডান এবং বামদিকের উইজেটগুলো (অদেখা মন্তব্য, অনলাইনে আছেন – ইত্যাদি) নতুন করে সাজানো হয়েছে। ব্লগের গতি বাড়ানো সহ নানাবিধ কারণে কিছু উইজেট সরিয়ে ফেলা হয়েছে, যেমনঃ দৈনিক পত্রিকা। এ ব্যাপারে আপনাদের মন্তব্য জানান।
৩) ইমো
নতুন করে আবার ইমোটিকন যোগ করা হয়েছে। আপাতত বন্ধ রেখেছি।
৪) ফিচার ছবি
ব্লগ পোস্ট লেখার সময় মনে করে অবশ্যই ফিচার ছবি যোগ করে নিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে বেশি বেশি ভিজিটর আনতে এটা কাজে দেয়।
৫) এবং ডিজাইন
ডিজাইন এবং রং নিয়ে কারও কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন।
এই পোস্টটি নিয়মিত পরুন। আমি নতুন বিষয় যোগ করতে পারি।
ধন্যবাদ।
৫৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ইন্ডিভিজুয়াল পোস্টের নীচে লেখকের সাম্প্রতিক প্রকাশনা, মন্তব্যের সংযোজন বেশ ভালো লাগছে।
আপনাকে অনেক ধন্যবাদ নাজমুল, এতো এতো কষ্টের জন্য।
পঠিত সংখ্যাটা ঠিক শো করছে কি? একটু দেখবেন প্লিজ। আস্তে আস্তে সব চেক করে জানাচ্ছি।
নাজমুল আহসান
ঠিকই তো থাকার কথা [ছবি মুছে ফেলা হয়েছে]
শুন্য শুন্যালয়
পঠিত সংখ্যা ঠিক নেই নাজমুল। মোট পঠিত সংখ্যা এবং আজকের পঠিত সংখ্যা এক হবার কথা নয়।
মোঃ মজিবর রহমান
অনেক কষ্টের দ্বারা আপনি সাজিয়েছেন সোনেলাকে। তয় সব দিক থেকেই ফাকা ফাকা লাগছে হয়তো রঙের জুন্যই হয়তো।
[ছবি মুছে ফেলা হয়েছে][ছবি মুছে ফেলা হয়েছে]
নাজমুল আহসান
অভ্যস্ত হয়ে গেলেই আর সমস্যা হবে না।
মোঃ মজিবর রহমান
তা ঠিক নাজমুল ভাই।
বন্যা লিপি
অনেক সুন্দর করে সাজিয়েছেন।অনেক কষ্ট করেছেন। ফুলের ইমোকটিন পেলাম না। এসেছে কতগুলো বেলুন। ফুল এনে দিন।
নাজমুল আহসান
এই যে [ছবি মুছে ফেলা হয়েছে]
ছাইরাছ হেলাল
কোন ইনিয়ে বিনিয়ে না, সরাসরি বলছি, আপনাকে অনেক ধন্যবাদ; আর কিছু বলতে পারছি না;
পরে মনে হলে আরও কিছু বলতে পারি।
তৌহিদ
ধন্যবাদ জানালেও ছোট হবে, কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন ভাই। পরে আরও কিছু জানালেও জানাবো। আগে নতুন ভার্সনে অভ্যস্ত হই খানিক। ইমোগুলি সুন্দর হয়েছে।
নাজমুল আহসান
[ছবি মুছে ফেলা হয়েছে]
মাহমুদ আল মেহেদী
অনেক অনেক ধন্যবাদ ।
নাজমুল আহসান
[ছবি মুছে ফেলা হয়েছে]
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
উইজেটে পত্রিকা সহ অন্যান্য লিংক থাকলে মন্দ হত না তাতে ব্লগ দিয়েই বিভিন্ন সাইটে প্রবেশ করা যেত।ব্লগের পেইজে পোষ্টগুলোর লিংক এর সূত্রগুলো দেখা যা দেখতে অসুন্দর মনে হচ্ছে।অন্য সব ঠিক আছে অত্যান্ত চমৎকার হইছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।[ছবি মুছে ফেলা হয়েছে][ছবি মুছে ফেলা হয়েছে][ছবি মুছে ফেলা হয়েছে][ছবি মুছে ফেলা হয়েছে]
শুন্য শুন্যালয়
আমি এতো বছরে একবারেও অইসব পত্রিকা লিংকে ক্লিক করিনি। যতোটা ক্লিন রাখা যায়, ততোই ভালো মনে করি। লিংক এর সূত্রগুলো অবশ্য আমার চোখেও পড়েছে। অগুলো বাদ দেয়া যায় কিনা একটু দেখেন নাজমুল।
নাজমুল আহসান
কোন সূত্রের কথা বলছেন?
জিসান শা ইকরাম
“সোনেলা আলোয় আলোকিত”সোনেলা ব্লগ”এর তারাদের মিলন মেলা”-২০১৯ এবং বিস্ময়কর সব স্মৃতি (২) ,
এই দুটো পোষ্ট প্রথম ভিউতে এমন দেখায়, পোষ্টে না গিয়ে। পোষ্টে ক্লিক করলে ঠিক দেখায় @নাজমুল আহসান।
তৌহিদ
মন্তব্য লিখতে সময় লাগছে। visual এবং লেখা এই দুটো অপশন গন্ডোগোল পাকাচ্ছে আমার। হয়তো অভ্যস্ত হলে ঠিক হবে। এ দুটো অপশন একটু বিস্তারিত বললে উপকৃত হতাম।
আর মোট পঠিত সংখ্যা কি সঠিক দেখাচ্ছে ভাই?
শুন্য শুন্যালয়
যেকোন পোস্ট বা মন্তব্য লেখাতে ক্লিক করে লিখবেন, এরপর ভিজ্যুয়ালে ক্লিক করে সাবমিট করবেন। ভিজুয়ালে লিখলে লাইনগুলোর মাঝে গ্যাপ বেশি আসে, যা দেখতে ভালো লাগেনা।
নাজমুল আহসান
ভিজ্যুয়াল মোড বাদ দিলে ইমো থাকবে না! [ছবি মুছে ফেলা হয়েছে]
তৌহিদ
ধন্যবাদ
শুন্য শুন্যালয়
ইমো আমাদের চাই-ই, তাই ভিজ্যুয়াল এনে দিন 🙂
ভিজ্যুয়ালে যদি দুই লাইনের মাঝে গ্যাপ না থাকতো তাহলে লেখা অপশন টা বাদ দেয়া যেতো। কাইন্ডলি একটু দেখবেন প্লিজ।
গালিবা ইয়াসমিন
সুন্দর হয়েছে কিন্তু নতুন কিছু তো তাই বুঝতে কষ্ট হচ্ছে [ছবি মুছে ফেলা হয়েছে]
নাজমুল আহসান
আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি।
শুন্য শুন্যালয়
মন্তব্যে visual এবং লেখার এই অপশন বাদ দেয়া যাবে? শুধু একটাই থাকলো, আগের মতো!
নাজমুল আহসান
ভিজ্যুয়াল মোড বাদ দিলে ইমো বাদ দিতে হবে [ছবি মুছে ফেলা হয়েছে]
নাজিয়া তাসনিম
ব্লগ আরো আধুনিক, সুন্দর এবং পরিমার্জিত দেখাচ্ছে। [ছবি মুছে ফেলা হয়েছে]
নাজমুল আহসান
আপনাকে ধন্যবাদ [ছবি মুছে ফেলা হয়েছে]
রিতু জাহান
ইমোটিনগুলো দেখে ভালো লাগছে। অদেখা মন্তব্যগুলো আমার মুছে গেলেই ভালো হতো। এটা খুব জ্বালায় আমাকে।
আপনার প্রতি কৃতজ্ঞতা রইলো। মন্তব্য লিখতে নীচের লাইনে আসতে গেলে আমার গ্যাপ পড়ে যাচ্ছে বেশি। নতুন সেটিংএ অভ্যস্ত হতে একটু সময় লাগবে। দেখা যাক,,,,
নাজমুল আহসান
[ছবি মুছে ফেলা হয়েছে][ছবি মুছে ফেলা হয়েছে]
রিতু জাহান
আগে একটা পোষ্টের নীচে আর একটা পোষ্ট দেখা যেতো। পড়ে মন্তব্য দিয়ে ব্যাকে না গিয়ে ঐ পোষ্টে চলে যেতে পারতাম। মানে, বলতে চাচ্ছি ধরেন আমি যে পোষ্ট পড়ে এখন মন্তব্য দিলাম ওটার নীচে আগে ও পরের একটা পোষ্ট দেখা যেতো।
ওরকম থাকলে বেশ হতো মনে হয়।
তৌহিদ
ইমোগুলি নেই!! নীচে লেখকের সর্বশেষ পোস্ট এবং মন্তব্য এটা ভালো লাগছে।
সাবিনা ইয়াসমিন
আমার অনেক ভালো লাগছে নতুনরুপে সোনেলাকে দেখতে। রঙিন, ঝলমলে ঠিক আমার মনের মতো হয়েছে। আপডেট ভার্সনে আপাতত কোনো কমতি দেখছি না। একটু সময় লাগবে হয়তো সব কিছু বুঝতে। আর না বুঝলেও খুব সমস্যা নেই, আপনিতো আছেনই বুঝিয়ে দেওয়ার জন্যে।
অনেক অনেক ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে, আপনার এই উপহারের কাছে ধন্যবাদ শব্দটা মানাবে না। কৃতজ্ঞতা আর অজস্র শুভকামনা রইলো। খুব ভালো থাকুন।
তৌহিদ
অনলাইন আছেন অপশন বন্ধ করেছেন কি?
তৌহিদ
আর হ্যা আরেকটি জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আমি কোন কোন পোস্ট দেখিনি তা জানানোর অপশন রাখা যায়না ভাই? অন্তঃত গত একমাসের কে কোন পোষ্ট লিখেছেন তা দেখতে পারলে ভালো হতো। এটা আমার ব্যক্তিগত মতামত।
শুন্য শুন্যালয়
তৌহিদ, ক্যালেন্ডার অপশন আছে, ওখানে মাস বা তারিখ ক্লিক করলে সেমাসের বা সেদিনের সব পোস্ট পেয়ে যাবেন।
তৌহিদ
ওহ ধন্যবাদ আপু।
শুন্য শুন্যালয়
অদেখা মন্তব্যে সিরিয়াল ধরে যাবার অপশনটা বাদ দেয়া যায় কিনা একটু দেখবেন। স্পেসিফিক্যালি একটা পোস্টের মন্তব্যের উত্তর দেখলেও সব অদেখা মন্তব্য থেকে যায়, এটা পেইনের। সম্ভব না হলে সমস্যা নেই, যাস্ট সাজেসন।
মনির হোসেন মমি
সহমত।আমি অস্থির।
শুন্য শুন্যালয়
যেহেতু ২৪ ঘন্টায় একটি পোস্ট দেবার নিয়ম, সময়টা উল্লেখ থাকলে তাই ভালো হয়।
আমাদের চাওয়ার শেষ নেই, তাই মন্তব্য করতেই থাকবো, আপনি যতোটা পারেন। এমনিতেই আপনার উপর কৃতজ্ঞতার শেষ নেই।
নাসির সারওয়ার
চাইতেই থাকেন, চাইতেই থাকেন। না চাইলে পাইবেন কেমতে আ!!!!
নাসির সারওয়ার
বাহ বাহ বেশ। ভালো লেগেছে নতুন রুপ। আসবো ফিরে যখন পাবো খুঁজে। কি পাবো তা অবশ্য জানিনা।
ব্লগ পর্ষদের কাছে প্রস্তাব – এই সাইট টাকে একটু ভিটামিন খেতে দিন যাতে অসুখ বিসুখ থেকে দূরে থাকে। একটা এসএসএল সার্টিফিকেট কিন্তু মন্দ নয়। এতো এতো সুন্দর/ভালো লেখা আছে আপনাদের। থাকনা নিরাপদে।
বছরে ৪৫০০ টাকার মামলা। না হয় লেখকদের কাছ থেকে চাঁদা নেবেন।
নাজমুল – আপনার মতামত বলুন বলুন।
বাংলাদেশেই পাওয়া যাবে –
https://www.eicra.com/comodo-ssl-certificates
শুন্য শুন্যালয়
এটা খুবই ভালো একটি মতামত দিয়েছেন কবি ভাই। ব্লগের সিকিউরিটি তে ঘাটতি আছে, আমার নিজের আইডিই একবার হ্যাক হয়েছিল সোনেলায়। এরপর আমি মডারেটরের সব সিক্রেট দেইখ্যা ফালাইছি 😀
নাসির সারওয়ার
ইসস, আমার আইডি হ্যাক হলে আমিও ম্যালা সিক্রেট দেখতে পাইতাম! আপনি পারেনও বটে। মাইনষেগো বোকা বানাইয়া মজা লহেন, না!
আসলে অনেক ভালো ভালো লেখা যার কোন প্রোটেকসন নাই এই এখানে। তাই একটু মনে করিয়ে দিলাম।
নাজমুল আহসান
@শুন্য শুন্যালয়
আপনার আইডি হ্যাক হলে সেটা ব্লগের সিক্যুরিটির ইস্যু কীভাবে হয়? এমন যদি হতো যে পুরো ব্লগের এ্যাক্সেস কেউ নিয়ে নিয়েছে, সেটা একটা ব্যাপার ছিল। আপনি হ্যাকিং-এর শিকার হয়েছেন, এটার মানে হল আপনি নিজে সচেতন না।
@নাসির সারওয়ার
ব্লগে অলরেডি একটা এসএসএল সংযোজন করা আছে। তাও প্রায় মাস খানেক আগে এ্যাড করেছি।
জিসান শা ইকরাম
@নাজমুল আহসান,
শুন্য শুন্যালয়ের কথাটা আমি বলিঃ ব্লগের প্রথম দিকে শুন্য শুন্যালয় আমাকে কিছু স্কিন শট দেখিয়েছিলেন। আমি অবাক হয়েছিলাম সেসব দেখে। এক পরিচিত মডুকে সেসব দেখাই আমি। সেও অবাক, মডারেটর যা দেখতে পান, শুন্য শুন্যালয় তার চেয়েও অনেক বেশী দেখতে পেয়েছিলেন। কেন এবং কিভাবে এটি হলো, তা আজো রহস্য রয়ে গিয়েছে। হয়ত কোনো মডারেটর শুন্য শুন্যালয়কে কোনো কারনে ডেভলপার বানিয়ে ফেলেছিলেন, যেখান থেকে ওনাকে আবার অনুমোদিত ব্লগার করতে ভুলে গিয়েছিলেন।
শুন্য শুন্যালয়
তাহলে এটা আমার নয়, অন্য কারো অসচেতনতার ফলে হয়েছে। 🙂
মনির হোসেন মমি
এ দিকে নজর দেয়াটা গুরুত্বপূর্ণ মনে করছি।
নাসির সারওয়ার
@ নাজমুল আহসান
মিস করেছি কোন ভাবে। অনেক ধন্যবাদ সব দিকে খেয়াল রাখার জন্য।
মোঃ মজিবর রহমান
আসবো ফিরে যখন পাবো খুঁজে। কি পাবো তা অবশ্য জানিনা।
মনের সুখে আসবেন ভাইসাব। খুন্সুটি করতে মজা করতে।
এস এস এল কি তা জানি আগে।
নাসির সারওয়ার
জী জনাব, আসিবো ইন শা আল্লাহ।
Secure Sockets Layer (SSL) একটা ওয়েব সাইট প্রোটেকসন টুল যাতে হ্যাকাররা সহজ ভাবে হ্যাক না করতে পারে।
মোঃ মজিবর রহমান
আপনাকে জানানর জন্য আন্তরিক ধন্যবাদ।
মেহেরী তাজ
দুদিন ধরে চেষ্টার পর আজ আবার মন্তব্য করছি।
নতুন সোনেলা বেশ ভালো লেগেছে। আস্তে আস্তে দেখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শাওন এরিক
নতুন সোনেলা একদম অসাধারণ! smoothness, speed, ডিজাইন, পরিস্কার পরিচ্ছন্ন, রঙের ব্যবহার সবই মনোমুগ্ধকর..
ছাইরাছ হেলাল
লেখার সম্পাদনা অপশন ছিল, সেটি আবার চাচ্ছি।
মনির হোসেন মমি
খড়সায় ক্লিক করলে বুঝা যায় কে কি লিখছেন।শুধু নিজের লেখাগুলো ছাড়া অন্যদের লেখাগুলো না দেখা গেলে ভাল হত তাতে প্রাইভেসি থাকে।