বিদায় ক্যাপ্টেন মাশরাফি !

সুপায়ন বড়ুয়া ৭ মার্চ ২০২০, শনিবার, ০৯:৪০:২৩পূর্বাহ্ন কবিতা ৩৫ মন্তব্য

তোমাকে অভিনন্দন ম্যাশ , তোমাকে অভিনন্দন !
তোমাকে অভিনন্দন জানাই হৃদয়ের উষ্ণতায়
তোমাকে অভিনন্দন জানাই নেতৃত্বের ৫০ তম বিজয়ী বারতায়।
তুমি মিশেছিলে বাংলার আনন্দ বেদনায়
তুমি ছিলে নেতা তেজোদীপ্ত নেতৃত্বের মহিমায়
বাংলাদেশ ও ক্রিকেটকে নিয়ে গেছ এক অনন্য উচ্চতায়।
তোমার নেতৃত্বে দৃঢ়তা ছিল, ছিল তেজোদীপ্ত উন্মাদনা।
সতীর্থের প্রেরনার উৎস ছিল
ছিল তোমার হৃদয়ের নির্মল সততা।

ইতিহাস চলে তার আপন মহিমায়
ইতিহাস বেছে নেয় তার নেতা।
তুমিই গড়েছ ইতিহাসের নতুন মাইলফলক।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তোমার বিদায় লগ্নে ছিল
তোমার নেতৃত্বের ৫০তম বিজয় বারতা আর রেকর্ডের ফুলঝুড়ি।

তোমার বিদায়লগ্নে মনে পড়ে যায়
তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান
ক্রিকেট বিশ্বে সফল নেতৃত্বের তালিকায় তোমারি নাম
মাশরাফি তুমি শুধু নেতা নও আজ বাংলার
তুমি কিংবদন্তি, তোমার তুলনায় তুমি বিশ্বসভার।
তোমার সর্বাঙ্গে অস্ত্রপাচার দমাতে পারেনি বারে বার
বিজয়ী বীরের বেশে এসেছো ফিরে বার বার।
তোমার নেতৃত্ব ছিল সম্মুখ সমরে
তোমার নেতৃত্বে দৃঢ়তা ছিল
দেশ প্রেমের তাড়না ছিল
হৃদয়ের উষ্ণতা ছিল
মানবিকতার উৎকর্ষতা ছিল
ইস্পাত কঠিন বন্ধন ছিল।

তুমি লিখেছ অনেক বিজয়ের ইতিহাস
তুমি হলে আজ ইতিহাসের বরপুত্র, জ্বলজ্বলে ইতিহাস।
তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি আছ অনন্য উচ্চতায়
তুমি কিংবদন্তী, হিরন্ময় হাতিহার এই বাংলায়।

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ