
আমরা একটি পরিবারের সদস্য। সদস্যদের বেঁধে রেখেছে পরিবারের শির সোনেলা। সোনেলা জন্ম হয়েছিলো বলেই আমাদের জন্ম। পরিবারে যেমন সকল সদস্যদের এক সাথে আগমন হয় না। তদ্রুপ সোনেলার সদস্যদেরও আগমন আগে পরে হয়েছে। আর সকল সদস্যকে বেঁধে রেখেছে সোনেলা নামক উঠানে। এই উঠান নিরন্তর ভালোবাসার উঠান। এই উঠান মিলনমেলার সন্ধিক্ষন। এই উঠান হাসি-তামাশার বায়োস্কপ। সারাদিন কর্মের ব্যাস্ততায় যখন হাঁপিয়ে উঠি তখন উঠানে এসে ক্লান্তি ঢেলে দিতে পারি। এটাই হচ্ছে সোনেলা পরিবারের প্রাপ্তি ও তৃপ্তি।
এই উঠানে মনের আবেগ, ব্যাথা, সুখের কাহিনী, দুঃখের গল্প সবই মন খুলে বলতে পারি ছন্দ বা কাব্যিকের ভাষায়। কারো কারো পরিচিতি বাড়ে কবি সাহিত্যিক ও গল্পাকার হিসেবে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথপোকথনে কারো কারো মনের প্রশান্তি বাড়ে। তাতেই সকল সদস্য নিজ নিজ অবস্থানে থেকে নিজ প্রাপ্তি সম্মানটুকু পাচ্ছেন এই সোনেলা উঠানে।
সোনেলার জন্ম না হলে কি হতো..?
সোনেলার জন্ম না হলে আমাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারতাম না।
আমাদের আবেগময় ঘটনাগুলি প্রকাশ করতে পারতাম না
আমরা একক পথের পথিক হতাম। সকল সুখ-দুঃখ, ভালোবাসার অংশীদার কাউকে করতে পারতাম না। হাসি-খুশীর মধ্যে নিজেদের বিলিয়ে দিতে পারতাম না। একের তরে অপরের নিবেদিত প্রাণ হতে পারতাম না। কারো সফলতায় অভিনন্দনটুকুও জানাতে পারতাম না।
সমাজে নিকৃষ্ট বা দুষ্ট চরিত্রের মানুষগুলিকে চিনতে খুব কষ্ট হতো। কিন্তু এই উঠান সবার দৃষ্টিগোচরকে উম্মুক্ত করে আমাদেরকে সঠিক পথে চলার সহায়ক হিসেবে কাজ করছে।
বিশেষ ধন্যবাদ জানাই সকল এডমিনদেরকে।
কয়েকজনের নাম না বললে নিজেকে অপরাধী মনে হয়। ধন্যবাদ জানাই, ইঞ্জা ভাই, জিসান ভাই, মমি ভাই, আদরের ছোট ভাই তৌহিদ, ছাইরাছ হেলাল ভাই, আরজু মুক্তা আপু ও সাবিনা আপু সহ সকল ভাই বোনদেরকে। উনারা আমাকে সহযোগিতা না করলে কোনভাবেই সোনেলার উঠানে আমার স্থান হতো না। নিজেকে একজন প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচয় দিতে পারতাম না।
তাই সোনেলার জন্ম মাসে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকল ভাই-বোনদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
শুভ শুভ শুভ দিন
সোনেলার জন্মদিন।
(সোনেলার জন্ম মাসে ডিজাইন কার্ডটি আমার নিজের।)
Thumbnails managed by ThumbPress
১৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সোনেলায় না এলে আমরা একেক পথের একক পথিক হতাম, এটা একদম ঠিক। সোনেলার আলোকিত উঠোন আমাদের একসাথে বসে গল্প করার সুযোগ করে দিয়েছে। আমরা সবাই সবাইকে চেনা জানার সুযোগ পেয়েছি এই মিলন মেলায় এসে।
কার্ড খুব সুন্দর হয়েছে। আশা করি সোনেলা এই উপহার পেয়ে আনন্দিত হবে। জয় হোক সোনেলার। শুভ কামনা রইলো ভাইজান। ভালো থাকুন সব সময়। 🌹🌹
শাহরিন
ভাইয়া কোন পাখির ছবি কেন নেই কার্ডে? পাখি তো আপনার লগো 🙂।
অনেক শুভেচ্ছা সোনেলা কে আর এই পরিবারের সবাইকে।
মোহাম্মদ আয়নাল হক
শুভ জন্মদিন।
ছাইরাছ হেলাল
কার্ডটি আপনার হইতে-ই পারে না!! পাখি কৈ!!
ভুলে গিয়েও ভুলে যান-নি দেখে ভালই লাগছে, সোনেলার জন্মমাসে আমাদের কথা প্রকাশ্যে
ভাবছেন দেখে আর আনন্দিত।
পাখি দেখতে দেখতে এক ধরণের পাখিময়তার জালে সামান্য হলেও আঁটকে ফেলেছেন,
একসময় সেলিম আলির ভক্ত হয়ে কিছু পড়াশোনাও করেছিলাম, সাথে রেজা খান। সে এখন ইতিহাস!
খুব দ্রুত পাখি ফেলুন, একটি চাখি!!
আরজু মুক্তা
কার্ডটি চমৎকার হয়েছে। আসলেই সোনেলা এক পথে আমাদের বেঁধে দিয়েছে। আমরা হয়েছি চলতি হাওয়ার পন্থি। ভালো লাগে আপনাদের মতো অনেক জ্ঞানী মানুষের সান্নিধ্য পেয়েছি। আর প্রাণ খুলে লিখতে পাচ্ছি।
শুভ ব্লগিং!
ইঞ্জা
সোনেলার উঠোনে আমরা যারা আছি, সবাই একটি পরিবার, সত্যই তাই।
সোনেলার জন্ম মাস উপলক্ষে অসাধারণ এক পোস্ট দিলেন ভাই, ধন্যবাদ অনিঃশেষ। 😍
মনির হোসেন মমি
সোনেলা আমরা সবাই সোনেলা পরিবারের সদস্য।আমরা আছি বলেই সোনেলা আজও আছে আগামীতে এমনি করে আমরা সোনেলাকে ভালবেসে যাব।কার্ডটি খুব সুন্দর হয়েছে।
রেহানা বীথি
চমৎকার কার্ড। শুভেচ্ছা ও শুভকামনা আপনার ও সোনেলার জন্য।
মোঃ মজিবর রহমান
সোনেলা আমাদের মিলন মেলা। সোনেলা আমাদের বন্ধন
নিতাই বাবু
জয়তু সোনেলা। জয় হোক সোনেলা পরিবারের সকলের। শুভ ব্লগিং।
মাছুম হাবিবী
গত অনেক দিন ধরে ‘সোনেলার জন্মমাস নিয়ে লম্বা লেখা লেখেছি। কিন্তু দুঃখের বিষয় লেখাটা পোষ্ট করতে পারছিনা। শুভ জন্ম মাস সোনেলা, এগিয়ে যাও সোনেলা।
তৌহিদ
সোনেলাকে ভালো না বাসলে এত সুন্দর অনুভূতি লেখা সম্ভবপর হতোনা। আমি ব্যক্তিগতভাবে আপনার লেখার ফ্যান ভাইজান। নিজেদের লেখাগুলি পাঠকদের কাছে সোনেলার মাধ্যমেই প্রকাশিত করতে পারছি এটাইতো বিশাল ব্যাপার।
কার্ডটি খুব পছন্দ হয়েছে আমার। আপনার ভালোবাসায় আমি সত্যি অনুপ্রাণিত। শুভকামনা রইলো ভাই।
মোহাম্মদ দিদার
আজ মনে হয় পথ কেনো
খুজে পেলাম না আগে
মোস্তাফিজুর খাঁন
এই উঠান নিরন্তর ভালোবাসার উঠান। ” আমিও একটু ভালোবাসা চাই ।
জিসান শা ইকরাম
শামীম ভাই, আপনার বানানো কার্ড দেখে এবং লেখা পড়ে আপ্লুত হলাম ভাই,
একটি ব্লগকে কত ভালো বাসলে এমন একটি কার্ড বানায় মানুষ তা আমি বুঝি।
সোনেলার প্রতি আপনার আবেগ, ভালোবাসা বুঝতে পারি আপনার লেখায়, এবং সময়ের স্বল্পতার মধ্যেও আপনি নিয়মিত সোনেলায় পোষ্ট করেন।
পাখির ছবি দিয়ে যে এত সুন্দর ব্লগ লেখা সম্ভব, তা আপনি না লিখলে জানা হতো না।
আপনার পাখি নিয়ে পোষ্ট গুলো সোনেলাকে সমৃদ্ধ করেছে।
সোনেলার পক্ষ হতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
শুভকামনা প্রিয় সোনেলার জন্য।
শুভকামনা দাদা।