প্রশ্ন তীর

আলমগীর সরকার লিটন ১২ আগস্ট ২০২০, বুধবার, ১০:৪৫:৩৩পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

=============================
প্রশ্ন তীর ছুঁটে যাচ্ছে-
সাদা মেঘের দল কে ভেদ করে!
উত্তর শুধু হাসচ্ছে খুব
নীরবে- কি হবে বুক পেতে নিয়ে
কিছু প্রণয় তীরে রক্তাক্ত
তবুও ছুঁটে যেতে চায় প্রশ্নতীর।

বিরক্ত! বাতাসের গায়ে গন্ধ
যেনো নোনাটে স্বাদ- ভেসে
আসচ্ছে দেখে না চাঁদ- দেখে না
কারণ অন্যখানে যুক্ত; আকাশ
পানে যত প্রশ্ন মুক্ত- হেসে খেলো
কাশফুলে কিংবা দুলনচাপা দুলে;

অতঃপর আজ শুধু প্রশ্ন ভারি
অসহ্য যন্ত্রনা ভেঙ্গে যায় বাধ!
ছুঁটে আসচ্ছে তীর- বুকটা সুধায়
ভয় নাই- না পাওয়ার স্বাদ চাই;
স্রোতের মতো এগে যাই- ভেদ
করো ভেদ এবার প্রণয়ে সুরাল ধার।

২৮ শ্রাবণ ১৪২৬, ১২ আগস্ট ২০
------------------------------------

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ