
উঠছে সনের নতুন রবি
ঝরছে আশার আলো,
এবার বুঝি কাড়বে ধেয়ে
দৈন্য ভেদের কালো।
গড়বে মানুষ স্বপ্ন আশা
শুদ্ধ স্বাধীন বায়ে,
খোশ খুশিতে ভরবে জীবন
সাম্য সুখের ছায়ে।
জব্দ হবে রোগ ব্যাধি সব
দৃষ্টে সজীব ধারা,
সখ্য প্রীতি ভাঙবে হেসে
মন মানুষের কারা।
ফুল ফসলে ভরবে জমি
হাসবে শ্রমীর আঁখি,
নাচবে তরু ঝির ঝিরে বায়
গাইবে শাখে পাখি।
থাকবে না দুখ দীন দুখীদের
হারবে মনের জরা,
আবার বুঝি উঠবে জেগে
চঞ্চলে এই ধরা।।
অনন্ত আন্তরিক শুভ কামনায় সবার প্রতি রইল
নবরূপে নববর্ষের শুভেচ্ছা।
১৮টি মন্তব্য
তৌহিদ
নতুন বছর নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি। আপনাকেও শুভেচ্ছা ভাই।
হ্যাপি নিউ ইয়ার।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন।
ফয়জুল মহী
অনন্যসাধারণ অনুভূতির অতুলন প্রকাশ।
বোরহানুল ইসলাম লিটন
ধন্যবাদ অফুরাণ প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
অনেক সুন্দর একটি কবিতা নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা নিয়ে। শুভ নববর্ষ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন।
শামীনুল হক হীরা
খুব সুন্দর।। শুভকামনা রইল পাতায়।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন।
জিসান শা ইকরাম
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও,
শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
নববর্ষের শুভেচ্ছা রইল প্রাণঢালা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
শুভ কামনা অন্তহীণ।
আলমগীর সরকার লিটন
আপনাকেউ জানাই নবরূপে নববর্ষের শুভেচ্ছা কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অফুরাণ কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
নতুন বছর নতুন কিছু নিয়ে আসুক। এমন প্রত্যাশা আমাদের সবার।
শুভেচ্ছা নতুন বছরের
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
নতুন বছরের নতুন আশা নিয়ে বেঁচে থাকা। শুভ কামনা ও শুভেচ্ছা রইল।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
রেজওয়ানা কবির
নতুন বছরের শুভেচ্ছা নিয়ে সুন্দর কবিতা। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।