নদী

সাবিনা ইয়াসমিন ২৫ অক্টোবর ২০২০, রবিবার, ০৭:৫২:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

আমি আর আকাশ দেখি না,
মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বুদ হয়ে রই না নীল-সাদা খেয়ায়,
ঝিরিঝিরি কাশফুল হলদেটে হয়ে গেছে গেলো দিনেই,
রিমঝিম বৃষ্টি-বিন্দু আগ্রহ হারিয়েছে সেই শুভ্রতা ফিরিয়ে আনতে।

এখন আর শুনি না কোন গান,
শঠতার সুরে গাওয়া, নিরত্তাপ স্বরের বাক্যবাণে জর্জরিত হয়েছে আমার কর্ণকুহর!
কোন গান-ই এখন আমার নয়, আমার জন্য নয়-ই।

একই পথে পথ খুঁজে চলা আমি পথ হারাই বারবার,
চলার পথটা চলমানই থাকে
পাহাড়, নদী, বালিয়াড়ি কোথায় না গেছি!
পথ হারানোর রেশটুকুতে খুঁজে দেখিনি গন্তব্যের মানচিত্র।

নদী হতে চেয়েছি কতকাল, কত যুগ ধরে!
জন্ম-জন্মান্তরের নদী আমি, তবুও স্রোতশূন্যতা রয়ে গেলো গহীনে-ই
দু'চোখের নির্লিপ্ত আঁধারে নিমজ্জিত আজ অন্ধ প্রত্যাশারা.
আমি আর স্বপ্ন আঁকি না সাগর-মোহনার।

শর্তহীন সমর্পণে যা কিছু হয়েছিলো অর্পণ
সেইসব অর্জনের হিসেব মিলাই না আর,
অজ্ঞ-মূর্খ আমি'টাকে অবসরে পাঠিয়েছি যোগ-বিয়োগ-গূণ-ভাগের জটিলতা থেকে,
নগদ নগরীর হিসাবে চলবো! এমন নাগরিক নই।

 

* অ-কবিতা।

* ছবি-আমার-ই।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ