নকশী বুনন//

বন্যা লিপি ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০২:০৪:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

সুঁই নেই সুতো নেই,তবু বুনে যাই নকশীকাঁথা! অগোছালো কথার ভীড়ে জমে যায় কাব্যগাঁথা।
ভুল বোঝার এ সংসারে
না বুঝলে ভুল, কি আর চলে?
চলার পথে হাজার নদী
ভয় কি তবু ঢেউ দিতে পাড়ি!
একটা করে বুনতে বাসা,
শুন্য ঘরে একলা থাকা।
জনে জনে আলাদা সব

তুমি শুন্য, শুন্য আমি
জানেন শুধু অন্তর্যামী!
অপেক্ষাতেই প্রহর কাটে
একলা হাঁটা পথের বাঁকে।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ