ঝেঁপে আসা বৃষ্টিতে গাঁ-এলিয়ে/গাঁ-জুড়িয়ে
স্বস্তির নিঃশ্বাসে এই তো বেশ, ধানসিঁড়িটির তীরে;
আমি আজ কোথাও যাব না, লেপ্টে যাওয়া গাঁ-গতরে
টুপটাপ শব্দ-বেঁধে নদী বয়ে যায় নিরবধি নিজ মনে
মওকা মত আচমকা ধেয়ে এসে পিন-পিনে ছিনে জোক
নিকোটিন থুথুতে চাচা আপন প্রাণ বাঁচা।

প্রফুল্ল কম্পনে ধানসিঁড়ির নিকানো জলে
দেখতে পাচ্ছি প্রজাপতির রংবাহার
আছে চাঁপা আর কদম ফুলের হাতছানি
আমি নড়িনি, ধানসিঁড়িটি-ও না,
অস্তিত্বহীনতার মুখোশ আর মেকি প্রলয় হুঙ্কারে-ও
আছে চাঁপা আর কদম-ফুলের হাতছানি।

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ