দুঃখ পাব না

বোরহানুল ইসলাম লিটন ৩০ ডিসেম্বর ২০২০, বুধবার, ০৮:৪৩:৪৪পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

মহাজ্ঞানী নই তবুও সদাই
হামবড়া ভাবে থাকি,
রূপকার নই তাতে কি হয়েছে
হৃদয়ে তো ছবি আঁকি!

গান শুনে যদি তৃপ্তিতে কেউ
কৌতুক ভেবে বসে,
কি বা দোষ তাতে খুঁজলে আসন
পেতে শ্রেষ্ঠর দশে!

তানপুরা ভেবে নাই বা বললে
মিঠা সুস্বাদু বেল,
দুঃখ পাব না যদি দেখি নেই
তোমার দু’হাতে তেল।

তানপুরা > শোভাবর্ধণকারী দেখতে এক প্রকার বেল এর মতো ফল।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ