তবে কেন গড়ো!

বোরহানুল ইসলাম লিটন ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ০৭:৩৭:১৪পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

হে ভীরু অন্ধ মনা
জগতে কি, খুঁজো সম্মান?
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?
যে দিয়েছে ভালোবেসে
ফেরত নিলে সে শেষে
যদি না রইলো জেগে
সুফলন, প্রবাহে সে মান!
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?

মানো কি সুচলা রথে
অপরের, আছে অধিকার?
দিয়েছে বিধাতা জেনে
কেন করো, হেয় আবদার!
যাবে তো সকলি ফেলে
তবুও পিদিম জ্বেলে
নিরালে যদি বা ভাবো
বইবে তা, বিজয়ী নিশান!
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৭৯৫জন ৬৫০জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ