চাওয়া পাওয়া —— ৬

উর্বশী ৮ আগস্ট ২০২০, শনিবার, ০৫:০৪:০৩অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

নব নব পাতার বুকেই তোমার আমার মিলন,
চেতনায় ঠিকানা নতুন যৌবন।
শুরু হোক অক্ষয় চির সবুজ,আর অনন্ত সু- মধুর জীবন।

বেদনার দহনে নতুন ফুল ফুটেছে,
যার সৌরভ ছড়াবে নব জীবন গৌরবে।

যুগ যুগ ধরে সবার অগোচরে, প্রকৃতির সব গভীরে,
আমায় খুঁজেছো গোপনে গোপনে বিভোরে।

প্রকৃতির ছোঁয়ায়, নুরের আলোয়,
প্রেমের চেতনায় যেন পবিত্র।

তুমি আমায় খুঁজেছো গ্রহ থেকে গ্রহে,
রঙধনুর সাত রঙের নক্ষত্রে ।

প্রেম ও প্রণয়ের সুর বাজে তোমার কানে।
খুঁজে বেড়াও,ঘুরে বেড়াও তুমি আমার সন্ধানে।

অতৃপ্ত নিরানন্দের গভীরেই খুঁজে পাও
আমার তৃপ্ত প্রেমের  আনন্দ গান।

ইচ্ছেরা বলে চলোনা হারাই শুধুই ভালোবেসে,
ইচ্ছেরা কত রঙ খেলে রঙধনু ওঠে হেসে।

 

 

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ