স্পর্শ

উর্বশী ৪ ডিসেম্বর ২০২১, শনিবার, ০২:২৬:৩৬পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

"  স্পর্শ "

অনুরাগ আর অভিমানের হিসেব চলে বেলা অবেলায়,

আবেগী গোলাপ থাকে অপেক্ষায় ,

স্পর্শ  পাওয়ার অদম্য বাসনায়,

প্রেমের  মাদকতা কে বেশী ছড়ায়?

রজনীগন্ধা  নাকি হাসনাহেনা ?

অস্ফুট  অভিমানে চেয়ে থাকা নিস্ফল  হতাশা নিয়ে।

 

আত্মিক অনুভবে সুবাস ছড়ায় স্পর্শতায়,

অগনিত কল্পনা উপমিত হয় স্নিগ্ধতায়।

বাঁধাহীন এগিয়ে চলে অভিসারে ভাসতে চায়,

অকৃতিম স্নিগ্ধ  আলোর বন্যায়।

 

ভেজা ঠোঁটের  নিঃশর্ত বেপরোয়া  আবেদনে,

নাই বা থাকুক শব্দের আবরণহীন প্রয়োগ,

অন্তরের আবেগ ধরে রাখুক কাব্যিক আয়োজনে,

ঢেকে রাখে  সম্ভ্রমের পবিত্র  অবগুণ্ঠনে।।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ