কোথায় আমাদের স্বাধীনতা

সঞ্জয় মালাকার ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০১:৩৯:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

বিজয়ের মাস ডিসেম্বর,, মহান বিজয় দিবসের শুভ কামানা।

কোথায় আমাদে স্বাধীনতা, কোথায় আমাদের বিজয়
সব তো হারিয়ে গেলো, সন্ত্রাসীর হলো জয়,মধ্য পথে
বিজয় বিজয় বলে করি চিতকারি।,কেউ তো শুনে না
ওরা লুটিয়ে নিয়ে যায় আনন্দের অধিকার, মুখো পানে চেয়ে থাকে মুক্তির হাহাকার।
নেইতো অতীত পাখির গান,নেই তো মায়ের চোখে জল,
সবি হয়েছে বিলম্ব,যার শাসনে যায়,তারিই হয় রাজত্ব!
নেই স্বাধীনতা নেই কারো মায়া মমতা,শুধু আছে অহংকার,।কাকে মেরে কে হবে সরকা?
কার হবে অট্টালিকা, কেবা গড়বে
রাজ প্রাসাদ -এই নিয়ে ব্যস্ততা সবার।
ডিসেম্বর এলেই বলি আমরা বাঙালী, গেয়ে উঠি বিজয়ের গান,
গলা ফাটিয়ে বলি আমরা স্বাধীন।কিন্তু যারা এই দেশটাকে করেছে স্বাধীন। কখনো করি তাদের সম্মান।যারা মুক্তি দিয়েছিল পুরো বাঙালী জাতিকে!
কত মা প্রাণ হারালো কত মা লজ্জিত হলো,কত মাতাপিতা সন্তান হারা,কত ভাই বোন হয়েছে ভাই হারা।
আজ নেই মানবতা নেই আর সততা, আছে শুধু হিংসা.?
হারিয়ে যাচ্ছে মায়ের মমতা,দেশ ছেড়ে যাচ্ছে হাজারও নিরহ জনতা।সমাজে নেই কোন সিংকলা,কারো কাছে নেই সেই স্বাধীনতা।
রাজত্ব হয়েছে স্বাধীনতার চৌরাস্তা।
চোকে দেখিনি যুদ্ধের নৃশংস দৃশ্য। দেখিনি মায়ে অশ্রু নদীর বন্যা,আমি দেখিনি পিতার আত্মহারা কান্না।
মায়ের মুখে গল্প শুনেছি বোন হয়েছে পিতার স্নেহ হারা।
ভাই হয়েছে রক্তে দ্বারা।

মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা,
ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ।
সঞ্জয় মালাকার //

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ