কষ্টের বীর্য

সুপর্ণা ফাল্গুনী ৩১ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১২:০০:০৩পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

তোমার দেয়া কষ্টের বীর্য হৃদয়ের জরায়ুতে-

বিশ্বাসের রক্ত চুষে বেড়ে উঠেছে আপন অস্তিত্বে, নিবিড় মমতায়।

উচ্ছল, কুমারী ঝর্ণার হৃদয়ে পঁচা শামুকের খোলসে আবদ্ধ প্রজাপতির রঙে রাঙানো বিবর্ণ স্বপ্ন;

গিরি নিঃস্রাব ঢেউয়ের ভাঁজে ভাঁজে মিশে যায় কলঙ্কের রক্তিম ধারা।

তুমি হারিয়ে গেছো বসন্তের পরভৃতে, অসময়ের কালবৈশাখী ঝড়ে ভঙ্গুর গ্রন্থি;

কপোলের উন্মুক্ত জমিনে কষ্টের লোনা জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে শীতের শিশির শয্যায়।

 

ধূসর রাতের ছায়া দীর্ঘ হতে হতে তলিয়ে যায় আঁধারের তলদেশে;

শরীরের খাঁজের সুগন্ধিতে, স্বপ্নেরা হৃদয়ের দমবন্ধ অসুখে খুন হয় রাতের অসিত অঞ্চলে।

সিঁদুরে মেঘ টগবগ করে ছুটে চলে ধূসর-কালোর গহীনে,

ঝপাৎ করে নির্বল চন্দ্রের ফাঁদে হারায় তেজস্বিনী ভানু।

ঝিনুকের মাংসলে নতুন জীবনের আলোড়ন, সমুদ্রে ফেনিল উর্মি বালুর আবক্ষে আশ্রয় খোঁজে।

হৃদয়ের সেফটিপিনে কুঁচকানো আবেগের ভাঁজ আটকে থাকে সযতনে;

তপ্ত রুপালি পর্দার ফানুসে বেদুইন বেঁচে থাকার আকুলতা খুঁজে বেড়ায়।

 

ছবি-গুগল

রচনাকাল- ৮ই ডিসেম্বর ২০২০

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ