
– কি নাম তোর?
= নুরনাহার বেগম
– এ্যাহ! এত্ত বড়ো নাম! এই নাম ধরে যতক্ষণ ধরে ডাকবো, ততোক্ষণে আমার কাজ আমিই করে ফেলবো। শোন, আজ থেকে তোর নাম নুড়ি। মনে থাকবে?
প্রায় এক সপ্তাহ হলো এই নতুন বাসায় কাজ নিয়েছে নুড়ি। প্রথম যেদিন কাজ করতে এসেছিলো সেদিনই তার বাপ-মায়ের দেয়া নাম বদলে ফেলা হলো। সে কিছুটা কষ্ট পেয়েছিলো, কিন্তু কিছু বলতে পারেনি।
গরীব মানুষের নাম নিয়ে অতো আবেগী হলে চলে না, এটা তাকে পরিচিত অন্য বাড়ির আরেক গৃহ-পরিচারিকা বলেছিলো। তার নাম ফাতেমা, তাকে নাকি ঐ বাড়ির সবাই ফাতু নামে ডাকে।
এভাবেই পাঁচ/ছয়দিন কেটে গেলো। বাসায় শুধু ম্যাডাম থাকে। তার হাজব্যান্ডকে মাত্র একদিন রাতে বাড়িতে আসতে দেখেছিলো। এছাড়া কোনো মেহমান অতিথি কেউ আসে না এ বাসায়। ফাতুর কাছে শুনেছে, ম্যাডাম নাকি তার আগের সন্তান-সংসার ফেলে এই বিয়ে করেছে। স্যারেরও আরেকটা ফ্যামিলি আছে।
ম্যাডাম আজ দুপুরেও নুড়িকে অনেক খাবার খেতে দিয়েছে। ম্যাডাম রোজ অনেক রান্না করে। স্যার প্রতিদিন ফোন করে জানায় সে দুপুরে খেতে আসবেন। কিন্তু সে আর আসে না। ম্যাডাম অনেক শখের রান্না করা খাবার গুলো তাকে দিয়ে দেয়। আর মুখে বলে এগুলো তুই নিয়ে যা, আমি খাবো না। আজ মনটা উদাস হয়ে আছে। আজকের দুপুরটা উদাসী দুপুর। তারপর বারান্দায় গিয়ে গুনগুন করে গান গাইতে থাকে।
নুড়ি এসব কথা বুঝতে পারে না। সে ক্ষুধার্ত হাতে গরম ভাতের সাথে নুন-তরকারী মেখে খাওয়া শুরু করে। খেতে খেতে ভাবে,
– দুপুর আবার উদাসী হয় নাকি! উদাস হয় মানুষের মন। তাও পেটের জ্বালায় । পেট ভরে খেয়ে একটু ঘুম দিলেই তো মনটা এক নিমিষেই ভালো হয়ে যায়…
১৫টি মন্তব্য
অনন্য অর্ণব
দুপুর আবার উদাস হয় নাকি! উদাস হয় মানুষের মন। তাও পেটের জ্বালায়।পেট ভরে খেয়ে একটু ঘুম দিলেই তো মনটা এক নিমিষেই ভালো হয়ে যায়…
সাবিনা ইয়াসমিন
কারো পেট উদাস হয়, কারো মন।
কিন্তু দুপুর উদাস হয় ক্যামনে!! 😒
কামাল উদ্দিন
ভাবছিলাম এখন একটা পোষ্ট দিবো, কিন্ত উদাসী মন বলছে বন্ধুদের সাথে একটু আড্ডাইতে তাই………..
সাবিনা ইয়াসমিন
দিন, পোস্টটা দিয়েই ফেলুন উদাস ভাই 😀
কামাল উদ্দিন
পোষ্ট দিয়া দিলাম আপু, আমার পোষ্টগুলো সাজিয়ে দিতে আমার অনেক সময় লেগে যায় আপু।
সুপর্ণা ফাল্গুনী
হুম গরীবের পেটপূজা সবচেয়ে বড় পূজা। ক্ষুধা নিবারণেই তারা সুখ খুঁজে পায়। তাদের কাছে একাকী বিকেল,উদাসী দুপুর, জ্যোৎস্না বিলাস বড়লোকের আয়েসী জীবনের অংশমাত্র। শুভ কামনা রইলো আপনার জন্য।
বন্যা লিপি
দুপুর আবার উদাস হয় নাকি? ছোট্ট গল্পে ভীষণ গভীর বোধ তুলে আনলে সাবিনা। ভালবাসা তোমাকে❤
রেহানা বীথি
নুড়িদের পেটের চিন্তা আগে। পেটের ওপরেই মনের ভালো থাকা মন্দ থাকা।
খুব ভালো লিখেছেন।
মোহাম্মদ দিদার
গরীবদের নাম নিয়ে অত আবেগী হলে চলেনা, তাদের ন্যায় অন্যায় বোধ থাকতে নেই, তাদের ভালোবাসা পেতে নেই।সব ক্ষেত্রেই তাদের নেই না সূচক কথাটা অগ্যগন্য।
তাদের চিন্তাভাবনা কতটা সহজ, হারভাঙ্গা খাটুনি শেষে পেটপুরে খেতে দিলেই সুখ আর সুখ। কিছু নির্দয় মানুষ এতটুকুতেও কার্পন্য করে।
সত্যি, অল্প লেখায় কতটা গভীর বোধের প্রকাশ করেছেন তা বলে বোঝায় দায় সাবিনা আপু।।
সুরাইয়া পারভীন
দুপুর আবার উদাসী হয় নাকি! উদাস হয় মানুষের মন। তাও পেটের জ্বালায় । পেট ভরে খেয়ে একটু ঘুম দিলেই তো মনটা এক নিমিষেই ভালো হয়ে যায়…
অভুক্ত ফাতুর কাছে ঐ কথা গুলো সঠিক হলেও। পেট পুরে খেতে পাওয়া সুখে থাকা দুঃখ বিলাসী মানুষ গুলো দুপুরই উদাসী হয়।
সঞ্জয় মালাকার
দুপুর আবার উদাসী হয় নাকি! উদাস হয় মানুষের মন। তাও পেটের জ্বালায় ।
গল্প পড়ে বেশ ভালো লাগলো দিদি।
সুপায়ন বড়ুয়া
সুখ খুঁজতে যারা ২য় বিয়ে করে
তাদের কপালে যে সয় না সুখ।
সুন্দর অনু গল্প
লাগলো ভালো।
শুভ কামনা।
তৌহিদ
উদাসী দুপুর নামটির স্বার্থক হয়েছে আপনার লেখায়। এরকম কত নুরীর নাম পালটিয়ে ফেলতে হচ্ছে! পেটের ক্ষুধা মেটাতে সেই নাম ধাম পরিবর্তন কোন বিষয়ই নয় তাদের কাছে।
উদাস দুপুর মনে করিয়ে দেয় সুখ! সেতো পদ্ম পাতার জল।
ভালো থাকবেন আপু।
আরজু মুক্তা
বড়লোকের উদাসী দুপুর। গরীবের উদাসী পেট।
রুমন আশরাফ
পেট পূর্তি তো মন ফুর্তি। শূন্য পেটে গরিবের আর্তি।
ভাল লাগলো লেখাটি।