বৈকালিক আত্মহত্যা

ছাইরাছ হেলাল ২০ নভেম্বর ২০১৯, বুধবার, ০৪:৫৮:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

কুহেলি নয়,
জোনাকির কাঁচুলির মত কবিতা আজ-ও
জেগে/জ্বলে আছে বৈভবের জ্যোৎস্নাকাশে,
অপলক নেত্রে অন্ধকার উজিয়ে;
কক্ষচ্যুত অনন্ত-নিদ্রার লঘু চোখে,
শরমের মুণ্ডু ফাটিয়ে উন্মাতাল আকস্মিক অনুভবে
আনন্দ জ্যোতি এঁকে চলে, লাজুক মস্তকে।

যোগ-বিয়োগের নিত্য-পসার এখানে নেই,
নেই নিয়োগ-বিনিয়োগের ক্ষীণ-নোংরা-স্রোত,
নেই দূর রমণীর রমণীয় পায়রা বকবকুমের সশব্দ অস্থিরতা,
নেই কিশোরী-বাতাসের আলুথালু ওড়া-উড়ি,
নেই হঠাৎ কেঁপে ওঠা রমণ-শ্রমের অসার অমরতা;

হঠাৎ আলোর স্পন্দিত সৌরভের প্রতিচ্ছবিতে
সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে একটুখানি কবিতায় গা এলিয়ে দেয়া,
লবণ-হ্রদে স্মৃতি-প্রবণ বৈকালিক আত্মহত্যা, কারণবিহীন নেপথ্যতায়;

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ