আমিই শয়তান

নিতাই বাবু ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ১১:৩৩:৩০অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

 

              কোথায় শয়তান কোথায় ফেরেশতা,

                    কোথায় আবার দেবতা?

                   আমি নিজেই থাকি বহুরুপে,

                     নির্দোষ মহান বিধাতা।

 

বহু সাজে সাজি আমি,

সাজি গুণ্ডা মস্তান। 

আরও সাজি সাধু সন্যাস,

সাজি মানুষরূপী শয়তান।

 

                  স্বর্গের আশায় গুরু ধরি,

                    মন্দিরে দেই পূজা।

                সদা থাকি শয়তানি কর্মে,

                   টানি পাপের বোঝা!

 

কোথায় স্বর্গ কোথায় নরক,

কোথায় আবার বেহেস্ত?

দূরে নয়তো স্বর্গ নরক,

কর্মতেই সব ন্যস্ত! 

 

             সৎকর্মে অনুভব করি স্বর্গসুখ,

               অসৎকর্মে নরকের যন্ত্রণা। 

                 শয়তানকে দুষি শুধু শুধু, 

                 আপন মনেই শয়তানপনা।

 

নিজে করি শয়তানি কর্ম,

শয়তানের দোষ দেই!

আমিই হলাম বড় শয়তান,

আমার উপরে আর নেই!

 

ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ