স্মৃতি বৃষ্টি

খাদিজাতুল কুবরা ১ জুলাই ২০২০, বুধবার, ০৯:৪৯:৩০পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে!

মনে পড়ে কোন এক বৃষ্টি মুখর সন্ধ্যায়...

মধুর আলাপনে ভুলে গেছিলুম আপনারে!

শুনিয়েছিলে টেলিফোনে "জল পড়ে পাতা নড়ে"....

প্রকৃতির  নিয়মে আজও মেঘ করে বৃষ্টি পড়ে!

জানো, শূন্য দৃষ্টিতে বৃষ্টি দেখি গ্রীলের ওপারে,

আমার ভিজতে ইচ্ছে করেনা ছুতো ধরে,

হার রোজ কতোনা বৃষ্টি আমার চোখে ঝরে!

 

বৃষ্টি  হলেই তোমাকে মনে পড়ে!

মনে পড়ে একছুটে ফোনে বলতুম! বৃষ্টি হচ্ছে ঝুম!

তুমি বলতে তবেতো ভালোই!বলে দাও বৃষ্টিকে,

সে যেন মন ভুলে না ছুঁয়ে দেয় তোমাকে!

এতো ঈর্ষা! ভালোবাসলে কবিতা শোনাতে হবে!

বলতে আবার বায়না!এই মেয়ে চুপ করে শোন তবে...

ফোনের এপারে আমি ওপারে তুমি নিরব।

বৃষ্টি আবৃত্তি করতো টুপটাপ কবিতার কলোরব!

 

বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে...!

মনে পড়ে, তুমি আর আমার নও আমিও অন্য সুত্রে!

বাহিরে বৃষ্টি ঝরে ঝরুক আমার মনে খাঁ খাঁ রোদ্দুর!

ভুলে গেলে কতো সহজে সব বন্ধন বিনি সুতোর।

স্মৃতিগুলো ঘর বেঁধেছে এখন আতসী কাঁচে।

বৃষ্টিতে না ভেজালে ও পোড়ায় ঠিকই সূর্যের আঁচে।।আকাশে কালো মেঘের বাড়ি,বৃষ্টি তোমাতে যাচে!

বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে!!!

 

 

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ