সিজ দ্য নাইট (৪)

ছাইরাছ হেলাল ২১ জুন ২০১৯, শুক্রবার, ০৬:০০:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

 

সঙ্গোপনে এ কোন মাতোয়ারা/মিলন-যুদ্ধ
আচমকা জ্বলে ওঠা জ্যোৎস্নাগন্ধা বিবস্ত্র চাঁদকে নিয়ে!!
বিগলিত কাঁপা হৃদয়ে বিব্রত হতে হতে বলতে পারছিনা
বুকে হাঁটা নাজুক-পথিক নির্ণয়ে,
‘সিজ দ্য নাইট’;

ধন্য এ জনপদ
ধ্রুপদী বীণের আওয়াজ এখন এই ধানসিঁড়িটির তীরে,
এখানে তুচ্ছ, নিত্য-নূতনের লেখালেখি,
এখানে তুচ্ছ, ধূলিঝড়ের ঝড়বৃষ্টি,
এখানে তুচ্ছ, রাত-বিরোতের কান্নাকাটি,
এখানে তুচ্ছ, রক্তচাপের নৈমিত্তিক লাফালাফি।

এখানে এই তীরে শুধুই বয়ে বয়ে যাওয়া,
অদেখা স্বপ্ন-সুখে শুধুই ঘুমিয়ে থাকা,
স্বপ্নে স্বপ্নে ভুল-নির্ভুলের কবিতা পড়া,
খর-রৌদ্রকে পূর্ণ হরতালে ফেলে
ভোর-শিশিরে হারিয়ে যাওয়া,
অপেক্ষমাণতার অনুরণনে শুধুই হারিয়ে যাওয়া।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ