মেঘমিলনের গুরুগম্ভীর রসায়নে উন্মাতাল বেদুঈন
রিমঝিম বৃষ্টির নবউত্তাপে জর্জরিত,
গতি-চাঞ্চল্যতার শেকলে আষ্টেপৃষ্ঠে থাকা বন্দিত্বকে
বরণ করে নিয়েছে রুপরহস্যভেদী কুহকমায়ায়।

জগৎজীবনের চিত্তচঞ্চল রুপ রসলীলায়
বিশ্বসৃষ্টিকে হৃদয়বৃত্তির নতজানু আহবানে,
আসঙ্গলিপ্সু অনাহুত কবিতার ছন্দে
ক্রমে স্পষ্ট হয়ে ওঠে কলঙ্কিনী রাধার ছাপ।

জরাবন্ধনের বাঁধভাঙ্গা স্থবিরতা
ছিন্নভিন্ন করে দিতে চায় অতীত অত্যাচার।
মৃত্যুভয়কে লঙ্ঘন করা সে যে বড্ড পাপ!
তপ্তমরুর দিনরাত্রির চিরন্তন রুপ-রহস্য
যাযাবরকে আলিঙ্গন করে বৃষ্টিবিলাসীতায়।

প্রশান্তগভীর নিস্তব্ধতায় গতির ঘূর্ণিপাকে,
বৈরাগ্য আসক্তির প্রচ্ছন্নভাবে ক্রমে মৃয়মান।
আলুথালু বেদুঈনের টালিখাতা পূর্ণ হতে থাকে -
কাব্যকবিতা আর হাহাকার জীবনের গল্পে।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ